বেদ বিদ্যালয়

মাধ্যমিক কিংবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ যে সমস্ত ছাত্র ভবিষ্যতে সংস্কৃত ভাষা নিয়ে পড়াশোনা করতে ইচ্ছুক তাদের জন্য এ বার বিশেষ সুযোগ দিচ্ছে বেলুড় মঠ বিবেকানন্দ বেদ বিদ্যালয়। এই আবাসিক স্কুলে বিনা খরচে পড়াশোনার জন্য আবেদনকারীদের আগামী ১৪ জুনে একটি নির্বাচনী পরীক্ষা নেওয়া হবে বলে রামকৃষ্ণ মঠ সূত্রের খবর।

Advertisement
শেষ আপডেট: ৩০ মে ২০১৫ ০০:০১
Share:

মাধ্যমিক কিংবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ যে সমস্ত ছাত্র ভবিষ্যতে সংস্কৃত ভাষা নিয়ে পড়াশোনা করতে ইচ্ছুক তাদের জন্য এ বার বিশেষ সুযোগ দিচ্ছে বেলুড় মঠ বিবেকানন্দ বেদ বিদ্যালয়। এই আবাসিক স্কুলে বিনা খরচে পড়াশোনার জন্য আবেদনকারীদের আগামী ১৪ জুনে একটি নির্বাচনী পরীক্ষা নেওয়া হবে বলে রামকৃষ্ণ মঠ সূত্রের খবর।

Advertisement

রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ সম্পাদক স্বামী সুবীরানন্দ জানান, মাধ্যমিক কিংবা সমতুল্য পরীক্ষায় যে সমস্ত ছাত্র কম পক্ষে শতকরা ৫৫ শতাংশ নম্বর পেয়ে পাশ করেছে তারাই এই বেদ বিদ্যালয়ে উচ্চমাধ্যমিক স্তরে ভর্তির জন্য আবেদন করতে পারবে।

রামকৃষ্ণ মঠ সূত্রের খবর, ছাত্রদের বই, থাকা-খাওয়া, পোশাক-সহ যাবতীয় খরচ বহন করবে বেদ বিদ্যালয় কর্তৃপক্ষ।

Advertisement

স্বামী সুবীরানন্দ বলেন, ‘‘স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে যে সব ছাত্র সংস্কৃত নিয়ে পড়বে তাদের জন্যই এই বিশেষ সুযোগ। এই বিদ্যালয় থেকে উত্তীর্ণ দরিদ্র ও মেধাবী ছাত্রদের উচ্চশিক্ষায় আর্থিক সহায়তাও দেওয়া হয়।’’ বিদ্যালয়ে ভর্তির জন্য বিস্তারিত জানতে ও অন লাইনে আবেদন করতে দেখতে হবে www.rkmveda.org। আবেদেন জমার শেষ দিন ১২ জুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement