Congress Foundation Day

কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে মেরুকরণ রোখার আহ্বান

প্রদেশ কংগ্রেসের ডাকে রবিবার গিরিশ পার্ক মেট্রোর সামনে থেকে শ্যামবাজারে সুভাষচন্দ্র বসুর মূর্তি পর্যন্ত শোভাযাত্রা হয়েছে। কংগ্রেস প্রতিষ্ঠার সময়ে প্রথম সভাপতি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, স্বামী বিবেকানন্দের বাসভবনে গিয়ে তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নেতৃত্ব।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ০৭:৪৮
Share:

কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে পতাকা উত্তোলন। বিধান ভবনে। — নিজস্ব চিত্র।

দলের প্রতিষ্ঠা দিবসের শোভাযাত্রা থেকে মেরুকরণ এবং তৃণমূল কংগ্রেস, বিজেপির বিরুদ্ধে লড়াইকে আরও তীব্র করার ডাক দিলেন কংগ্রেস নেতৃত্ব। প্রদেশ কংগ্রেসের ডাকে রবিবার গিরিশ পার্ক মেট্রোর সামনে থেকে শ্যামবাজারে সুভাষচন্দ্র বসুর মূর্তি পর্যন্ত শোভাযাত্রা হয়েছে। কংগ্রেস প্রতিষ্ঠার সময়ে প্রথম সভাপতি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, স্বামী বিবেকানন্দের বাসভবনে গিয়ে তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নেতৃত্ব। শোভাযাত্রা থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেছেন, “চাকরি, আইন-শৃঙ্খলা, মূল্যবৃদ্ধির মতো মানুষের জীবনের মৌলিক বিষয়গুলি থেকে দৃষ্টি ঘোরাতে চেয়ে রাজ্য ও কেন্দ্র, দুই সরকারই ধর্মীয় মেরুকরণের পথে চলছে। তৃণমূল-সরকার আমরাই পরিবর্তন করব, বিজেপিকেও আমরা রুখব।” বাংলাদেশের মুক্তিযুদ্ধ, কয়লা-শিল্প ও ব্যাঙ্ক রাষ্ট্রায়ত্তকরণ, উদারীকরণের মতো কংগ্রেস আমলের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার কথা এ দিন শোভাযাত্রায় তুলে ধরেছেন কংগ্রেস নেতা-কর্মীরা। প্রদেশ কংগ্রেসের দফতর বিধান ভবন-সহ রাজ্যের নানা প্রান্তে দিনটি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান পালন করেছেন দলের নেতা-কর্মীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন