State news

বাম বিধায়কের মিছিলে বিজেপির পতাকা? নস্যাৎ করলেন সূর্যকান্ত

দলের কোনও সদস্য বা নেতা বিজেপি বা তৃণমূলের সঙ্গে সমঝোতায় যাওয়ার চেষ্টা করলে তাঁকে বহিষ্কার করা হবে। সাংবাদিক সম্মেলনে এমনটাও ঘোষণা করলেন সূর্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মে ২০১৮ ১৯:৩৭
Share:

সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। —ফাইল চিত্র।

নিচুতলায় অন্যান্য বিরোধী দলের সঙ্গে হাত মিলিয়ে নিয়েছেন সিপিএম কর্মীরা, ‘বাম-রাম’ একাকার হয়ে গিয়েছে পঞ্চায়েতের লড়াইয়ে। নদিয়া-মুর্শিদাবাদ তো বটেই, উত্তরবঙ্গ থেকেও তেমন খবর মিলছে। সিপিএমের রাজ্য নেতৃত্বের ইঙ্গিতেই এমনটা হচ্ছে বলে তৃণমূলের দাবি। সে দাবি বুধবার নস্যাৎ করলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। বিজেপি প্রধান শত্রু আর তৃণমূলের সঙ্গে হাত মেলানোর প্রশ্নই ওঠে না— মন্তব্য সূর্যের। দলের কোনও সদস্য বা নেতা বিজেপি বা তৃণমূলের সঙ্গে সমঝোতায় যাওয়ার চেষ্টা করলে তাঁকে বহিষ্কার করা হবে। সাংবাদিক সম্মেলনে এমনটাও ঘোষণা করলেন সূর্য।

Advertisement

রানাঘাট দক্ষিণের সিপিএম বিধায়ক রমা বিশ্বাসের মিছিলে দেখা গিয়েছে বিজেপি-র পতাকা। দাবি রাজনৈতিক শিবিরের একাংশের। সূর্যকান্ত মিশ্র জানান, ওটা রমা বিশ্বাসের কোনও মিছিল ছিল না। তৃণমূলের হামলার প্রতিবাদে একটি গ্রামে দলমত নির্বিশেষে সকলে জড়ো হয়েছিলেন এবং দাবি উঠেছিল বিধায়ককে ঘটনাস্থলে যেতে হবে। তাই বিধায়ক সেখানে যান।

‘দলমত নির্বিশেষ’ বলে আখ্যা দিলেও, সে জমায়েতে যে সিপিএম এবং বিজেপি-র পতাকা একসঙ্গে উড়তে দেখা গিয়েছে, তা কিন্তু সূর্যকান্ত অস্বীকার করেননি। তিনি বলেন, ‘‘মানুষ যখন আক্রান্ত হচ্ছেন, ঘরে যখন আগুন লাগছে, তখন আগুনটা নেভানোই সর্বাগ্রে জরুরি। সেখানে ওই দল রয়েছে, তাই আমরা যাব না, এ রকম কথা বলার সময় সেটা নয়।’’

Advertisement

আরও পড়ুন: এ বার ভোটে বেশি নিরাপত্তা রক্ষী? অঙ্কের কাঁচা খেলা খেলছে রাজ্য

তবে সিপিএম রাজ্য সম্পাদকের সাফ কথা, ‘‘বিজেপি আমাদের প্রধান শত্রু। আর তৃণমূল সরকারের আমলেই এ রাজ্যে বিজেপি-র সবচেয়ে বাড়বাড়ন্ত হচ্ছে। আরএসএস-এর শাখা ১১ গুণ হয়ে গিয়েছে। তৃণমূলই আসলে চাইছে, এ রাজ্যে বিজেপি প্রধান বিরোধী শক্তি হিসেবে উঠে আসুক। কারণ রাজ্যে এখন প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা চলছে।’’ রাজ্য সম্পাদকের কথায়, ‘‘বিজেপি-র সঙ্গে হাত মিলিয়ে আমরা তৃণমূলকে হারাব বা তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে বিজেপিকে রুখব, এর কোনওটাই হবে না। আমাদের দলের কেউ যদি এ সবের মধ্যে জড়িত থাকেন, যদি যোগাযোগ রাখার বা সমঝোতা করার প্রমাণ মেলে, তা হলে দলের গঠনতন্ত্র অনুযায়ী আমরা তাঁকে বহিষ্কার করব।’’

আরও পড়ুন: নীরব অভিযান ‘ভাইপো’র কেন্দ্রে, ৯৩% আসনে প্রার্থীই নেই বিরোধীদের

বিজেপির সঙ্গে সিপিএমের কেউ সমঝোতার চেষ্টা করেছেন, এমন খবর রাজ্যের দু’টি এলাকা থেকে পাওয়া গিয়েছে বলে সূর্যকান্ত মিশ্র এ দিন স্বীকার করেন। দু’টি ক্ষেত্রেই দল পদক্ষেপ করেছে বলে সূর্যকান্ত মিশ্র দাবি করেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন