State News

গোঁজ প্রার্থীর বাড়িতে বিধায়ক, বিক্ষোভ সিঙ্গুরে

গোঁজ প্রার্থীর বাড়িতে গিয়ে বৈঠক করছেন‌ বিধায়ক, এই অভিযোগ তুলে বুধবার রাতে সিঙ্গুরে বিক্ষোভ দেখালেন তৃণমূলের এক দল কর্মী-সমর্থক। এই ঘটনাকে ঘিরে সিঙ্গুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নতুন মাত্রা নিল। বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য বৈঠকের কথা মানেননি। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

সিঙ্গুর শেষ আপডেট: ০৪ মে ২০১৮ ০৪:২৮
Share:

বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য

গোঁজ প্রার্থীর বাড়িতে গিয়ে বৈঠক করছেন‌ বিধায়ক, এই অভিযোগ তুলে বুধবার রাতে সিঙ্গুরে বিক্ষোভ দেখালেন তৃণমূলের এক দল কর্মী-সমর্থক। এই ঘটনাকে ঘিরে সিঙ্গুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নতুন মাত্রা নিল। বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য বৈঠকের কথা মানেননি।

Advertisement

তৃণমূলের একটি সূত্রের খবর, বাসুবাটি পঞ্চায়েতের রাজারামবাটি ১ নম্বর গ্রাম সংসদের আসনে তৃণমূলের দলীয় প্রতীক পেয়েছেন সমীর আলি। তিনি জমি-আন্দোলনের নেতা তথা হরিপালের বিধায়ক বেচারাম মান্নার ঘনিষ্ঠ। ওই আসনেই নির্দল প্রার্থী হয়ে লড়াই করছেন সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যের অনুগামী হিসেবে পরিচিত শেখ নাসিরউদ্দিন। তাঁর চিহ্ন ‘আম’।

তৃণমূল কর্মীদের একাংশের দাবি, বুধবার রাত পৌনে দশটা নাগাদ বিধায়ক নাসিরউদ্দিনের বাড়িতে গিয়ে বৈঠক করেন। বিষয়টি জানতে পেরে সমীরের পক্ষের লোকজন ওই বাড়ির সামনে বিক্ষোভ শুরু করেন। কিছুক্ষণ পরে বিধায়ক সেখান থেকে বেরিয়ে যান। সেই সময় বর্ষীয়ান বিধায়কের বিরুদ্ধে স্লোগান তোলেন বিক্ষোভকারীরা। গালিগালাজও করা হয় বলে অভিযোগ।

Advertisement

বিষয়টি নিয়ে দলের অন্দরেও শোরগোল হয়। সমীর আলি বলেন, ‘‘আমি দলের প্রার্থী। অথচ আমার বিরুদ্ধে যিনি লড়ছেন, রবীন্দ্রনাথবাবু তাঁর বাড়িতে গিয়ে মিটিং করছেন শুনে স্তম্ভিত হয়ে যাই। দলকে সব জানিয়েছি। উনি তো আমাকে পরামর্শ বা নির্দেশ দিতে পারতেন।’’ এ ব্যাপারে নাসিরউদ্দিন ফোনে কথা বলতে চাননি। বেচারামবাবুও কোনও মন্তব্য করেননি। রবীন্দ্রনাথবাবুর দাবি, ‘‘গত ২০ বছর ধরে ওই বাড়িতে শবেবরাতের নিমন্ত্রণে যাই। এ বারেও নিরাপত্তারক্ষীকে নিয়ে গিয়েছিলাম। প্রচার বা মিটিং কিছুই করিনি। কোনও বিক্ষোভও হয়নি।’’ এই চাপানউতোর নিয়ে জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি তথা মন্ত্রী অসীমা পাত্র বলেন, ‘‘দলের ঊর্ধ্বে কেউ নন। তৃণমূলের কোনও প্রার্থীর থেকে বা দলবদ্ধ অভিযোগ পেলে নিশ্চয়ই ভাবা হবে।’’

কয়েক বছর ধরেই সিঙ্গুরে রাজনৈতিক জমি দখল নিয়ে বিধায়ক রবীন্দ্রনাথবাবুর সঙ্গে বেচারামবাবুর দ্বৈরথ চলছে। পঞ্চায়েত ভোটে কোন আসনে কার অনুগামী প্রার্থী হবেন, তা ঠিক করতে রীতিমতো নাকাল হয়েছেন তৃণমূল নেতৃত্ব। জেলা থেকে রাজ্য স্তরে একের পর এক বৈঠকেও সমস্যার সমাধান হয়নি। অনেক আসনেই গোঁজ প্রার্থী দাঁড়িয়ে পড়েছেন। সিঙ্গুরের জেলা পরিষদের একটি আসনে নির্দল হয়ে দাঁড়িয়ে পড়েছেন তাপসী মালিকের বাবা মনোরঞ্জন মালিকও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন