ভোট শুরুর আগেই বুথ দখল

উত্তর ২৪ পরগনায় তৃণমূলের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের অভিযোগ, ‘‘বিরোধীরা বাংলাদেশ থেকে লোক এনে বুথ দখল করেছে। এখন আমাদের উপর দোষ চাপাচ্ছে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ মে ২০১৮ ০৬:২০
Share:

ফাইল চিত্র।

ভোট শুরুর আগেই রবিবার শেষ রাত থেকে বুথ দখলের অভিযোগ উঠল বাগদায়। বিরোধীদের ভোটাধিকারে বাধা দিতেই তৃণমূল বুথ দখল করেছে বলে বিরোধীরা অভিযোগ তুলেছে। শাসক দলের পাল্টা অভিযোগ, বাংলাদেশ থেকে লোক এনে বুথ দখল করেছে বিরোধীরাই।

Advertisement

উত্তর ২৪ পরগনায় তৃণমূলের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের অভিযোগ, ‘‘বিরোধীরা বাংলাদেশ থেকে লোক এনে বুথ দখল করেছে। এখন আমাদের উপর দোষ চাপাচ্ছে।’’ রাজ্য নির্বাচন কমিশনে বুথ দখলের অভিযোগ জানিয়েছে তৃণমূল। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের কথায়, ‘‘বাংলাদেশ, অসম, ঝাড়খন্ড থেকে লোক আনা হয়েছে। বিএসএফকে ভোটারদের প্রভাবিত করতে দেখা গিয়েছে।’’

কেন্দ্রের অধীনস্থ বিএসএফের বিরুদ্ধে অভিযোগের জবাবে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য, ‘‘শুনেছি জ্যোতিপ্রিয়বাবু বলেছেন বাংলাদেশের লোক ঢুকে নাকি এ কাণ্ড করেছে। কিন্তু স্থানীয় মানুষ বলছে ওরা তৃণমূলের লোক এবং বনগাঁরই লোক। মন্ত্রী সকাল সকাল দারুণ লোক হাসানো কমেডি করেছেন!’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement