স্থগিতাদেশ সত্ত্বেও প্রশিক্ষণ, বিতর্ক

পঞ্চায়েত ভোট-প্রক্রিয়া আপাতত বন্ধ করতে বলে বৃহস্পতিবার রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। তার পরেও শুক্রবার দিনভর প্রশিক্ষণ চলল ভোটকর্মীদের। এ নিয়ে কমিশনের কাছে নালিশ জানাল বিজেপি। তার পর বিকেল পাঁচটা নাগাদ প্রশিক্ষণ বন্ধ রাখার নির্দেশ গেল জেলায় জেলায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৮ ০৪:২৪
Share:

পঞ্চায়েত ভোট-প্রক্রিয়া আপাতত বন্ধ করতে বলে বৃহস্পতিবার রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। তার পরেও শুক্রবার দিনভর প্রশিক্ষণ চলল ভোটকর্মীদের। এ নিয়ে কমিশনের কাছে নালিশ জানাল বিজেপি। তার পর বিকেল পাঁচটা নাগাদ প্রশিক্ষণ বন্ধ রাখার নির্দেশ গেল জেলায় জেলায়।

Advertisement

বৃহস্পতিবার হাইকোর্টের রায়ের পরেই রাতে জেলাশাসক ও জেলা পঞ্চায়েত নির্বাচনী আধিকারিকদের নির্দেশ পাঠিয়ে মনোনয়ন প্রত্যাহার, প্রতীক বণ্টন এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের কাজ বন্ধ করতে বলেন রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্রকুমার সিংহ। কিন্তু প্রশিক্ষণ নিয়ে কিছু বলা হয়নি। ফলে এ দিন সকাল থেকে যথারীতি প্রশিক্ষণ চলে। এই পরিস্থিতিতে বিজেপির পক্ষ থেকে কমিশনকে চিঠি দিয়ে জানতে চাওয়া হয়, হাইকোর্টের নির্দেশের পরেও কেন প্রশিক্ষণ চলছে?

চিঠি পেয়ে আইন বিশেষজ্ঞদের পরামর্শ নেন কমিশনের কর্তারা। কমিশন সূত্রে খবর, আইন বিশেষজ্ঞরা বলেছেন, প্রশিক্ষণপর্বের সঙ্গে ভোট-প্রক্রিয়ায় সরাসরি কোনও যোগ নেই। ফলে প্রশিক্ষণ চালিয়ে গেলে সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু সোমবার যে হেতু মামলার শুনানি রয়েছে, তাই আপাতত প্রশিক্ষণ বন্ধ রাখাই ভাল। এর পরেই প্রশিক্ষণ বন্ধ রাখার নির্দেশ জারি হয়। তবে এ দিনের প্রশিক্ষণটি গ্রাহ্য হবে বলে জানিয়েছে কমিশন। প্রশিক্ষণের পাশাপাশি ভোট সংক্রান্ত বৈঠকও বন্ধ রাখতে জেলাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন