ভোটের দিন ঘিরে অচলাবস্থাই

পঞ্চায়েত ভোটগ্রহণের নির্ঘণ্ট নিয়ে রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের মধ্যে ঐকমত্য হল না। সঙ্গে রয়েছে আইনি জটিলতা। এই দুইয়ের কারণেই মঙ্গলবারেও ভোটগ্রহণের দিন ক্ষণ ঘোষণা হয়নি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০১৮ ১০:২৭
Share:

পঞ্চায়েত ভোটগ্রহণের নির্ঘণ্ট নিয়ে রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের মধ্যে ঐকমত্য হল না। সঙ্গে রয়েছে আইনি জটিলতা। এই দুইয়ের কারণেই মঙ্গলবারেও ভোটগ্রহণের দিন ক্ষণ ঘোষণা হয়নি। তার মধ্যেই এ দিন একটি বেসরকারি টিভি চ্যানেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘কমিশন স্বয়ংশাসিত সংস্থা। তারা (কমিশন) কি আমাদের সব কথা শোনেন! শুনলে এত প্রবলেম হত না।’’ যদিও কমিশনের বিরুদ্ধে মন্তব্য করতে চান না বলে জানান মুখ্যমন্ত্রী।

Advertisement

এ দিন দুপুরে রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্রকুমার সিংহের সঙ্গে দেখা করেন রাজ্য সরকারের প্রতিনিধি সৌরভ দাস। তাঁদের মধ্যে মিনিট চল্লিশ কথা হয়। সূত্রের খবর, সৌরভ কমিশনারকে ভোটের নির্ঘণ্ট নিয়ে নবান্নের মনোভাব জানান। কিন্তু এ দিনও সেই বিষয়ে নির্দিষ্ট করে কোনও আলোচনা করতে রাজি ছিলেন না কমিশনার। রাজ্য সরকার চাইছে, পঞ্চায়েত ভোটের প্রক্রিয়া রমজান মাসের আগেই শেষ করতে। কিন্তু কমিশন এত তাড়াহুড়ো করতে চাইছে না। এই পরিস্থিতিতে বৈঠক শেষ করে নবান্নে ফিরে মুখ্যসচিব মলয় দে এবং পরে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন সৌরভ। এ দিনই তাঁর ফের কমিশনে যাওয়ার কথা থাকলেও আর সেখানে যাননি। আজ, বুধবার তিনি কমিশনে যেতে পারেন।

সূত্রের দাবি, এ দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাঁর উদ্বেগের কথা সৌরভকে জানিয়েছেন কমিশনার। অসন্তোষ প্রকাশ করেছেন কয়েক জন জেলাশাসক এবং এসপি-র ভূমিকা নিয়েও। সেই সূত্রেই কেন্দ্রীয় বাহিনী তলবের ইঙ্গিত দিয়েছেন অমরেন্দ্র। তিনি এ দিন রাজ্য পুলিশের ডিজি-র সঙ্গেও ফোনে কথা বলেছেন।

Advertisement

এ দিনই পঞ্চায়েত ভোট নিয়ে মামলার শুনানিতে হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার কমিশনকে নির্দেশ দেন, নিরাপত্তার বিষয় নিয়ে মামলায় যুক্ত সব পক্ষের সঙ্গে ‘অর্থপূর্ণ’ আলোচনা করতে হবে। তাই আজ রাজনৈতিক দলগুলির সঙ্গে কমিশনারের বৈঠকের সম্ভাবনা রয়েছে। তবে কমিশন সূত্রের বক্তব্য, একাধিক মামলা চলছে। সেগুলির গতিপ্রকৃতি বুঝে নিয়ে এগোতে চাইছেন কমিশনার। সেই কারণেই এ দিন দ্বিতীয় দফায় রাজ্য সরকারের প্রতিনিধিকে ডাকেননি তিনি। কিন্তু সব মিলিয়ে ক্রমেই সংশয় তৈরি হচ্ছে পঞ্চায়েত ভোটের দিন নিয়ে।

এ দিনই ভাঙড়ের পোলেরহাট-২ গ্রাম পঞ্চায়েত জমি, জীবিকা, বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির ৯টি মনোনয়নপত্র গ্রহণ করার জন্য দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসককে নির্দেশ দিয়েছেন কমিশনার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন