Bengaluru Police Attacked

রাস্তায় প্রাক্তন স্ত্রীর সঙ্গে ঝগড়া, বাধা দেওয়ায় পুলিশের কব্জি কেটে নিলেন বেঙ্গালুরুর যুবক!

পুলিশ সূত্রে খবর, খুনের মামলায় বেশ কিছু দিন ধরে জেলবন্দি ছিলেন তবরেজ় ওরফে ‘চোর তবরেজ়’। কয়েক দিন আগে জেল থেকে ছাড়া পান তিনি। অন্য দিকে, তবরেজ় যখন জেলে, তখন দ্বিতীয় বার বিয়ে করেন তাঁর স্ত্রী মুস্কান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৫ ১৪:৫৩
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম। গ্রাফিক সহায়তা: এআই।

জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরে সেখান থেকে সোজা প্রাক্তন স্ত্রীর বাড়িতে। তাঁর সঙ্গে এমনই অশান্তি হয় যে, পুলিশ ডাকেন সকলে। কিন্তু ঝগড়া থামাতে চাওয়া পুলিশকর্মীরই কব্জি কেটে নেওয়ার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, খুনের মামলায় বেশ কিছু দিন ধরে জেলবন্দি ছিলেন তবরেজ় ওরফে ‘চোর তবরেজ়’। কয়েক দিন আগে জেল থেকে ছাড়া পান তিনি। অন্য দিকে, তবরেজ় যখন জেলে তখন দ্বিতীয় বার বিয়ে করেন তাঁর স্ত্রী মুস্কান। তাই জেল থেকে বেরিয়ে তবরেজ়ের ‘প্রথম কাজ’ হয় প্রাক্তন স্ত্রীর সঙ্গে একটা হেস্তনেস্ত করা।

গত শনিবার সাড়ে ৯টায় মুস্কানের বাড়ি যান তবরেজ়। প্রাক্তন স্ত্রীর সঙ্গে জোর বিতণ্ডা হয় তাঁর। সেই সময় মুস্কানের পরিবারের লোকজন হস্তক্ষেপ করেন। তখন তাঁদের মারধর করতে যান তবরেজ়। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে পুলিশে খবর দেয় পরিবার। ঘটনাস্থলে উপস্থিত হন চামরাজপেট থানার কনস্টেবল সন্তোষ।

Advertisement

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের খানিক দূরে একটি হোটেলে নৈশভোজ করছিলেন হেড কনস্টেবল। তাড়াতাড়ি পৌঁছোতে পারবেন ভেবে তাঁকে খবর পাঠানো হয়েছিল থানা থেকে। প্রায় সঙ্গে সঙ্গে অকুস্থলে হাজির হন সন্তোষ। অভিযোগ, পুলিশ ডাকা হয়েছে দেখে প্রচণ্ড রেগে যান তবরেজ়। হেড কনস্টেবল তাঁকে থামাতে চাইলে তিনি ছুরি বার করে তাঁর কব্জি কেটে নেন বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় হেড কনস্টেবলকে ভর্তি করানো হয় হাসপাতালে। পাশাপাশি বাহিনী পাঠিয়ে গ্রেফতার করা হয় তবরেজ়কে। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement