আগাম জামিনের আবেদন রাজুর

নিম্ন আদালতের নির্দেশে দাসপুর থানায় পদত্যাগী আইপিএস অফিসার ভারতী ঘোষের বিরুদ্ধে অভিযোগ করেছে পুলিশ। সেই মামলায় তাঁকেও গ্রেফতার করা হতে পারে, এই আশঙ্কায় মঙ্গলবার কলকাতা হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন ভারতীর স্বামী এমএভি রাজু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:০০
Share:

নিম্ন আদালতের নির্দেশে দাসপুর থানায় পদত্যাগী আইপিএস অফিসার ভারতী ঘোষের বিরুদ্ধে অভিযোগ করেছে পুলিশ। সেই মামলায় তাঁকেও গ্রেফতার করা হতে পারে, এই আশঙ্কায় মঙ্গলবার কলকাতা হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন ভারতীর স্বামী এমএভি রাজু।

Advertisement

ইউনুস আলি নামে উত্তর ২৪ পরগনার এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে এ দিনই ভারতী-ঘনিষ্ঠ পুলিশ অফিসার রাজশেখর পাইনকে গ্রেফতার করেছে সিআইডি। তাঁর বিরুদ্ধে ৪৫ লক্ষ টাকা তছরুপের অভিযোগ এনেছেন ইউনুস। আজ, বুধবার ধৃতকে আদালতে তোলা হবে। ২০১৬ সালে ইউনুসের ওই টাকা তছরুপ করা হয় বলে অভিযোগ। সেই সময়ে রাজশেখর খড়্গপুর লোকাল থানার ওসি ছিলেন।

রাজুর আইনজীবী বিজন ঘোষ জানান, দাসপুর থানার এফআইআরে তাঁর মক্কেলের নাম না-থাকলেও সিআইডি বারবার নোটিস দিয়ে তাঁকে ডেকে পাঠাচ্ছে। সিআইডি-র আচরণ সন্দেহজনক। তাই ঝুঁকি না-নিয়ে আগাম জামিনের আবেদন। চলতি সপ্তাহেই শুনানির সম্ভাবনা আছে।

Advertisement

সিআইডি-র বিরুদ্ধে সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা করেও সোমবার সেটি প্রত্যাহার করে নেন ভারতী এবং তাঁর স্বামী। তাঁদের কৌঁসুলি জানান, তাঁর মক্কেলরা মামলায় আরও কিছু নথি যুক্ত করতে চান। সেই জন্য মামলাটি প্রত্যাহার করে নতুন করে মামলা দায়ের করার অনুমতি দিক আদালত। বিচারপতি সেই আবেদন মঞ্জুর করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন