উত্তপ্ত ভাটপাড়া, বোমাবাজি

ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের অন্যতম প্রতিদ্বন্দ্বী দলত্যাগী বিধায়ক তথা বিজেপি নেতা অর্জুন সিংহের ছেলে পবন সিংহ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০১ মে ২০১৯ ০২:৫১
Share:

ছবি: এএফপি।

সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার পর থেকেই উত্তেজনা ছড়াচ্ছিল ভাটপাড়া পুসভার কয়েকটি এলাকায়। মঙ্গলবার সন্ধ্যায় ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী মদন মিত্রের একটি সভার পরে অগ্নিগর্ভ হয়ে উঠল পুরসভার ১২ নম্বর ও‌য়ার্ড এলাকা। তৃণমূলের সভামঞ্চ ভাঙচুর করার অভিযোগ ওঠে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। তার পরেই দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। শুরু হয় তুমুল বোমাবাজিও। একাধিক বাড়িতে ভাঙচুর হয়েছে। পুলিশ এবং র‌্যাফ পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হলে রাতের দিকে ব্যারাকপুর কমিশনারেট থেকে অতিরিক্ত বাহিনী ঘটনাস্থলে গিয়েছে। পাঠানো হয়েছে কমব্যাট ফোর্সও। রাত পর্যন্ত এলাকায় উত্তেজনা রয়েছে।

Advertisement

ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের অন্যতম প্রতিদ্বন্দ্বী দলত্যাগী বিধায়ক তথা বিজেপি নেতা অর্জুন সিংহের ছেলে পবন সিংহ। এ দিনের গোলমালের জন্য দু’পক্ষই একে অপরকে দোষারোপ করেছে। যুব তৃণমূলের জেলা সভাপতি তথা নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিকের অভিযোগ, ‘‘বিজেপি নেতা অর্জুন সিংহের নেতৃত্বে একাধিক তৃণমূল সমর্থকের বাড়িতে হামলা হয়েছে। জেতার আশা নেই দেখেই বিজেপি এখানে গোলমাল বাধানোর চেষ্টা করছে।’’

মোদীর সভা যেখানে হয়েছে, সেখানেই ২ মে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পার্থবাবুর অভিযোগ, সেই সভার আগে বিজেপি এলাকায় ত্রাসের পরিবেশ তৈরি করছে। তৃণমূলের অভিযোগ উড়িয়ে অর্জুন বলেন, ‘‘মদন মিত্র বাইরে থেকে লোক নিয়ে এসে সভা করে মহিলাদের উদ্দেশে কটূক্তি করেছেন। এলাকার মহিলারা তার প্রতিবাদও করেন। তখনকার মতো ঝামেলা মিটে যায়। পরে তৃণমূল ওখানে বোমাবাজি শুরু করে। আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। আমার সামনেই বোমাবাজি হয়। আমাকে লক্ষ্য করেও বোমা ছোড়া হয়েছে। তৃণমূলই এখানে গোলমাল বাধাচ্ছে।’’

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন