Bhim Sena

সিএএ বিরোধী মিছিল ভীম সেনার

মৌলালির রামলীলা ময়দান থেকে পার্ক সার্কাসের সিএএ বিরোধী অবস্থান পর্যন্ত ওই মিছিল হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২০ ০১:৫৫
Share:

ভীম সেনার বিভিন্ন কর্মসূচি দেখা গিয়েছে দিল্লি, উত্তরপ্রদেশ এবং গুজরাতে। ছবি: সংগৃহীত।

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ), জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) এবং জাতীয় জনসংখ্য়া পঞ্জি (এনপিআর)-এর বিরুদ্ধে রবিবার কলকাতায় মিছিল করল ভীম সেনা। মৌলালির রামলীলা ময়দান থেকে পার্ক সার্কাসের সিএএ বিরোধী অবস্থান পর্যন্ত ওই মিছিল হয়। বাবাসাহেব অম্বেডকরের মতাদর্শ সামনে রেখে গড়ে ওঠা ভীম সেনাকে আগে কলকাতায় সক্রিয় হতে দেখা যায়নি। দিল্লি, উত্তরপ্রদেশ এবং গুজরাতে তাদের কাজকর্ম বেশি দেখা যায়। কিন্তু সিএএ, এনআরসি এবং এনপিআর বিরোধী আন্দোলনের আবহে কলকাতাতেও তাদের কর্মসূচি চোখে পড়ছে। এর আগে তারা বাম ছাত্রছাত্রীদের মিছিলে অংশ নিয়েছিল। এ দিন একক শক্তিতে কলকাতায় মিছিল করল তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement