সমর্থন চেয়ে বাইক মিছিল

আগামী ৮-৯ জানুয়ারির সাধারণ ধর্মঘটকে সংগঠনের পরীক্ষা হিসেবেই দেখছে সিপিএম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮ ০৩:২৩
Share:

আগামী ৮-৯ জানুয়ারির সাধারণ ধর্মঘটকে সংগঠনের পরীক্ষা হিসেবেই দেখছে সিপিএম। এ বার বাইক মিছিল করে ধর্মঘটের প্রচারে নামল দলের শ্রমিক সংগঠন। উত্তর ২৪ পরগনা জেলা সিটুর উদ্যোগে রবিবার তিনটি বাইক মিছিল হল ধর্মঘটে আম জনতার সমর্থন চেয়ে। বরানগর সিঁথির মোড় ও কাঁচরাপাড়া থেকে দু’টি মাইক মিছিল শেষ হয় ব্যারাকপুর স্টেশন চত্বরে। অন্য একটি বাইক মিছিল সল্টলেক সেন্ট্রাল পার্ক থেকে শুরু হয়ে ই এম বাইপাস, ভিআইপি রোড, যশোর রোড, ৩৪ নম্বর জাতীয় সড়ক হয়ে বারাসত কলোনি মোড়ে শেষ হয়। সিটুর ডাকে মিছিল হলেও যোগ দিয়েছিলেন সিপিএমের যুব ও ছাত্র সংগঠনের কর্মীরাও। সিটুর দক্ষিণ ২৪ পরগনা নির্মাণকর্মী ইউনিয়নের আয়োজনে আজ, সোমবার সাইকেল মিছিল হওয়ার কথা মহামায়াতলা থেকে নলগড়া হাট পর্যন্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন