খুনের ‘চক্রান্ত’, দাবি সাংসদের

আমার অফিসের আপ্ত সহায়ক গোপীকে গুম করার চেষ্টা করছে’। এসডিপিও অবশ্য এ ব্যাপারে মন্তব্য করেননি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

বিষ্ণুপুর শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০১৯ ০৪:২১
Share:

সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক তৃণমূল সাংসদ সৌমিত্র খান। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত।

‘ফেসবুক’-এ এক পুলিশ অফিসারের বিরুদ্ধে তাঁকে খুনের চক্রান্ত করার অভিযোগ তুললেন বাঁকুড়ার বিষ্ণুপুরের তৃণমূল সাংসদ সৌমিত্র খান। মঙ্গলবার সন্ধ্যায় তিনি ‘ফেসবুক’-এ লেখেন, ‘সুকোমল দাস (বিষ্ণুপুরের এসডিপিও) আমাকে খুন করার চক্রান্ত করছে। তাই আমার অফিসের আপ্ত সহায়ক গোপীকে গুম করার চেষ্টা করছে’। এসডিপিও অবশ্য এ ব্যাপারে মন্তব্য করেননি।

Advertisement

তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘পোস্টটি দেখিনি। তবে পাবলিক ফোরামে এ রকম কিছু বলে থাকলে দল উপযুক্ত স্তরে তা আলোচনা করবে।’’

সৌমিত্রর দাবি, ‘‘কারণ ছাড়াই আমার দলীয় আপ্ত সহায়ক গোপী ওরফে সুশান্ত দাঁকে আটকে রেখেছে পুলিশ। এমনকি, আমাকেও খুন করা হবে বলে হুমকি দিচ্ছেন।’’ সাংসদ জানান, আজ, বুধবার তাঁর দিল্লি থেকে বাঁকুড়ায় ফেরার কথা। তিনি বলেন, ‘‘তার পর এসপি-র কাছে অভিযোগ করব। দলের কাউকে বলে কিছু হবে না। তাই প্রকাশ্যেই জানালাম।’’ এসপি কোটেশ্বর রাও বলেন, ‘‘বিষ্ণুপুরের এসডিপিও-র বিরুদ্ধে যা বলা হচ্ছে তা ঠিক নয়।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন