আট জেলা সভাপতি বদল করল বিজেপি

বারাসত, কলকাতা উত্তর শহরতলি এবং বীরভূমের জেলা সভাপতিদের তিন বছরের মেয়াদও পূর্ণ হয়ে গিয়েছিল। শুধু নদিয়া দক্ষিণের সভাপতি জগন্নাথ সরকার রানাঘাট লোকসভা থেকে ভোটে জিতে সাংসদ হয়ে যাওয়ায় সেখানে নতুন মুখ আনা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জুলাই ২০১৯ ০২:৪১
Share:

লোকসভা নির্বাচনের পর দলের ৮ জেলা সভাপতি পদে বদল আনল রাজ্য বিজেপি। মালদহ, নদিয়া দক্ষিণ, বারাসত, কলকাতা উত্তর শহরতলি, তমলুক, কাঁথি, শ্রীরামপুর এবং বীরভূম— এই ৮ সাংগঠনিক জেলা সভাপতি পদে নতুন মুখ এনেছে তারা। ওই ৮ জেলার মধ্যে ৭টি জেলার লোকসভা কেন্দ্রেই ভোটে হেরেছে বিজেপি। সেই কারণেই ওই জেলাগুলিতে সংগঠনে গতি আনতে এই পরিবর্তন করা হয়েছে বলে দলের একাংশের মত।

Advertisement

বারাসত, কলকাতা উত্তর শহরতলি এবং বীরভূমের জেলা সভাপতিদের তিন বছরের মেয়াদও পূর্ণ হয়ে গিয়েছিল। শুধু নদিয়া দক্ষিণের সভাপতি জগন্নাথ সরকার রানাঘাট লোকসভা থেকে ভোটে জিতে সাংসদ হয়ে যাওয়ায় সেখানে নতুন মুখ আনা হয়েছে।

মালদহের নতুন জেলা সভাপতি হয়েছেন গোবিন্দ মণ্ডল। লোকসভা ভোটে মালদহ দক্ষিণের বিজেপি প্রার্থী ছিলেন শ্রীরূপা মিত্র চৌধুরী। আরএসএস কর্মী গোবিন্দবাবু দলে শ্রীরূপার ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত। নদিয়া দক্ষিণ, বারাসত, কলকাতা উত্তর শহরতলি, তমলুক, কাঁথি, শ্রীরামপুর এবং বীরভূমের নতুন জেলা সভাপতি হয়েছেন যথাক্রমে মানবেন্দ্র রায়, শঙ্কর চট্টোপাধ্যায়, কিশোর কর, নবারুণ নায়েক, অনুপ চক্রবর্তী, শ্যামল বসু, শ্যামাপদ মণ্ডল। দিল্লিতে রবিবার রাতে দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সঙ্গে সাংগঠনিক বৈঠকে বসেন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। রাজ্যের এক সাধারণ সম্পাদক দেবশ্রী চৌধুরী লোকসভা ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। দলের মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়ও লোকসভা ভোটে জিতে এখন সাংসদ। ফলে, ওই দু’জনের জায়গায় নতুন মুখ আনা-সহ রাজ্য স্তরের আরও কিছু পদে পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়ে দিল্লির বৈঠকে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement