Hanuman Jayanti

হনুমানজয়ন্তীতে রেড রোডে মিছিল করতে চায় বিজেপি, দ্বারস্থ হাই কোর্টের, বুধবার শুনানি

আগামী ১২ এপ্রিল হনুমানজয়ন্তী। সেই দিন বেলা ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রেড রোডে মিছিল করার কর্মসূচি নিয়েছে বিজেপি। অভিযোগ, মিছিলের অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৫ ১২:৩২
Share:

হনুমানজয়ন্তীতে মিছিল করতে চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ বিজেপি। —ফাইল চিত্র।

রামনবমীর পর এ বার হনুমানজয়ন্তীতে মিছিল করতে চায় বিজেপি। কলকাতার রেড রোডে সেই মিছিলের আয়োজন করতে চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল তারা।

Advertisement

আগামী ১২ এপ্রিল হনুমানজয়ন্তী। সেই দিন বেলা ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রেড রোডে মিছিল করার কর্মসূচি নিয়েছে বিজেপি। অভিযোগ, মিছিলের অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করা হয়েছে। কিন্তু অনুমতি মেলেনি। তার পরই কর্মসূচির অনুমতির জন্য আদালতের দ্বারস্থ হয়েছে বিজেপি। মামলা করার অনুমতি দিয়েছে হাই কোর্ট। বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে এই মামলার শুনানি রয়েছে।

দিন কয়েক আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, রামনবমীর মতোই এ বার রাজ্যে হনুমানজয়ন্তীতেও মিছিল হবে। সেইমতো প্রস্তুতিও শুরু হয়েছে। তবে এ বার রেড রোডে মিছিল করার অনুমতি চায় বিজেপি।

Advertisement

এর আগে, রামনবমীতে হাওড়ায় জোড়া মিছিল করতে চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। সেই মামলাও দায়ের হয়েছিল বিচারপতি ঘোষের এজলাসে। অভিযোগ ছিল, পুলিশ তাদের মিছিলের অনুমতি দেয়নি। পরে হাই কোর্ট শর্তসাপেক্ষে জোড়া মিছিলেরই অনুমতি দিয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement