State News

বাংলাই নিশানা বিজেপির: মমতা

মঙ্গলবারও ধর্মতলায় তৃণমূলের ছাত্র সংগঠনের অবস্থান মঞ্চে এসেছিলেন মমতা। সেখানেই মমতা বলেন, ‘‘কর্মসূত্রে এক রাজ্যের লোক অন্য রাজ্যে তো যায়ই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২০ ০৪:২১
Share:

ছবি: পিটিআই।

বিজেপি বাংলাকেই ‘নিশানা’ করেছে বলে অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বঙ্গভাষীরা বিজেপি-শাসিত রাজ্যে মিথ্যা মামলা ও নিগ্রহের শিকার হচ্ছেন বলেও অভিযোগ করলেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘‘এমন চলতে থাকলে কোনও রাজ্যের মানুষই অন্য রাজ্যে নিরাপদ থাকবেন না।’’

Advertisement

মঙ্গলবারও ধর্মতলায় তৃণমূলের ছাত্র সংগঠনের অবস্থান মঞ্চে এসেছিলেন মমতা। সেখানেই মমতা বলেন, ‘‘কর্মসূত্রে এক রাজ্যের লোক অন্য রাজ্যে তো যায়ই। আমাদের এখানে বিহার, উত্তরপ্রদেশ, অসমের মতো বহু রাজ্যের মানুষ আসেন, থাকেন। আমরা কিছু মনে করি না।’’ এই সূত্রেই একাধিক রাজ্যে বাঙালির আক্রান্ত হওয়ার ঘটনা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘যোগীর রাজ্যে কাজ করতে যাওয়া মালদহের ৬ নিরীহ যুবককে গ্রেফতার করে রেখে দিয়েছে সেখানকার পুলিশ। বাংলায় কথা বলত বলেই তাদের গ্রেফতার করে সব রকম মামলা করা হয়েছে।’’ এই প্রসঙ্গে কাশ্মীরে কাজ করতে যাওয়া রাজ্যের ৫ বাঙালির খুনের ঘটনারও উল্লেখ করেন তিনি। মুখ্যমন্ত্রীর অভিযোগ, সিএএ তৈরি হওয়ার আগেই উত্তরপ্রদেশে উদ্বাস্তু বাছাইয়ের কাজ শুরু করে দিয়েছে সেখানকার বিজেপি সরকার।

এ দিন সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মঞ্চে পৌঁছতেই তাঁকে স্লোগান দিয়ে স্বাগত জানানো হয়। তার পরেই বক্তা ছাত্রনেতা বক্তৃতা থামিয়ে বলেন, ‘‘আমি বলব, আমরা কাগজ দেখাব না। আপনারা বলবেন দিচ্ছি না, দেখাব না।’’ মুখ্যমন্ত্রী তাঁকে কিছু বলেন। আর স্লোগান হয়নি। তৃণমূল সূত্রে বলা হয়, মুখ্যমন্ত্রীর বক্তৃতা তখনও হয়নি। স্লোগান হওয়ার কথা সভার শেষে। তাই তিনি বক্তৃতা চালিয়ে যেতে বলেছিলেন।

Advertisement

আরও পড়ুন: মমতার সামনে বিক্ষোভ! মামলা করল পুলিশ

ছাত্র সংগঠনের কর্মসূচিতে এ দিন তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠনও যোগ দিয়েছে। সংগঠনের রাজ্য সভাপতি অশোক রুদ্র বলেন, ‘‘নাগরিকত্ব আইনে প্রত্যেকেই বিপদে। তাই ছাত্রদের মঞ্চে জেলাওয়াড়ি শিক্ষক সংগঠনের সদস্যেরাও আসা শুরু করেছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন