BJP: জয়প্রকাশ, রীতেশকে ‘দল বিরোধী’ মন্তব্যের জন্য শো-কজ করল রাজ্য বিজেপি

বিজেপি-তে নতুন করে পদাধিকারীমণ্ডলী তৈরি হয়। বাদ পড়েন জয়প্রকাশ মজুমদার, রীতেশ তিওয়ারির মতো ‘পুরনো’ বিজেপি নেতারা। তার পরই অসন্তোষের শুরু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২২ ১৬:৩৪
Share:

গ্রাফিক— সনৎ সিংহ।

জয়প্রকাশ মজুমদার ও রীতেশ তিওয়ারিকে শো-কজ করল রাজ্য বিজেপি। দল বিরোধী কাজের জন্য তাঁদের শো-কজ করা হয়েছে বলে জানা গিয়েছে। শো-কজের চিঠিতে লেখা হয়েছে, দলবিরোধী মন্তব্যের জন্য কেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা জানাতে।

Advertisement

কিছুদিন আগে বিজেপি-তে নতুন করে পদাধিকারীমণ্ডলী তৈরি হয়। তাতে বাদ পড়েন সিংহভাগ ‘পুরনো’ নেতা। বাদ গিয়েছেন জয়প্রকাশ মজুমদার, রীতেশ তিওয়ারিরাও। রবিবার জারি করা শো-কজ চিঠিতে লেখা হয়েছে, ‘আপনার দ্বারা গত কিছুদিন ধরে পার্টি বিরোধী বিবৃতি সংবাদমাধ্যমে দেওয়া হয়েছে, যা দলীয় শৃঙ্খলা ভঙ্গের সামিল। শৃঙ্খলা রক্ষা কমিটির সুপারিশ অনুযায়ী, মাননীয় রাজ্য সভাপতি ও সাংসদ ডঃ সুকান্ত মজুমদার মহাশয়ের নির্দেশে আপনাকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হচ্ছে। কেন দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা লিখিত ভাবে জানানোর জন্য বলা হচ্ছে।’

এ রাজ্যে বিজেপি-র কার্যালয় সম্পাদক প্রণয় রায়ের সই করা এই চিঠিটিই জয়প্রকাশ ও রীতেশকে পাঠানো হয়েছে।

Advertisement

জয়প্রকাশ মজুমদার ও রীতেশ তিওয়ারি— দু’জনেই শো-কজের চিঠি পাওয়ার কথা অস্বীকার করেছেন।

এ দিকে দুই নেতাকে শো-কজ করার খবর পাওয়ার পর বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেন, ‘‘আমার সঙ্গে রাজ্যের সব বিক্ষুব্ধদের যোগাযোগ আছে। সবার সঙ্গে বৈঠক করব। তাহলে কি সবাইকেই বাদ দিয়ে দেবে, এটা সম্ভব!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন