Abhijit Gangopadhyay

প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অসুস্থ, তমলুকের বিজেপি সাংসদকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে হঠাৎ করেই অভিজিৎ তলপেটে ব্যথা অনুভব করেন। সেই সঙ্গে বমিও হয়। রাতেই শারীরিক অবস্থার অবনতি হলে তড়িঘড়ি তাঁকে আলিপুরের একটি হাসপাতালে ভর্তি করানো হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুন ২০২৫ ০১:০২
Share:

অভিজিৎ গঙ্গোপাধ্যায়। —ফাইল চিত্র।

নিজের বাড়িতেই অসুস্থ হয়ে পড়লেন প্রাক্তন বিচারপতি, তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শনিবার রাতে তাঁকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে হঠাৎ করেই অভিজিৎ তলপেটে ব্যথা অনুভব করেন। সেই সঙ্গে বমিও হয়। রাতেই শারীরিক অবস্থার অবনতি হলে তড়িঘড়ি তাঁকে আলিপুরের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি আইসিইউ বিভাগে চিকিৎসাধীন। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন অভিজিৎ। ঠিক কী কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন তা জানার জন‍্য যা যা পরীক্ষানিরীক্ষা করার প্রয়োজন তা ইতিমধ্যেই শুরু করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement