অভিযোগ বিজেপি নেতার

বুধবার রাজ্যের তিন প্রান্তে দিলীপ ঘোষ-সহ অন্য নেতাদের উপর হামলার অভিযোগে সরব বিজেপি। বৃহস্পতিবার রাজ্য বিজেপির সদর দফতরে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুরলীধর রাও অভিযোগ করেন, ‘‘পায়ের তলা থেকে তৃণমূলের মাটি সরে যাচ্ছে, তাই বিজেপি কর্মীদের উপর পরিকল্পিত আক্রমণ চলছে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৮ ০৩:৩৪
Share:

ভাঙচুরের পর শমীক ভট্টাচার্যের গাড়ি। —নিজস্ব চিত্র

বুধবার রাজ্যের তিন প্রান্তে দিলীপ ঘোষ-সহ অন্য নেতাদের উপর হামলার অভিযোগে সরব বিজেপি। বৃহস্পতিবার রাজ্য বিজেপির সদর দফতরে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুরলীধর রাও অভিযোগ করেন, ‘‘পায়ের তলা থেকে তৃণমূলের মাটি সরে যাচ্ছে, তাই বিজেপি কর্মীদের উপর পরিকল্পিত আক্রমণ চলছে।’’ মন্ত্রী ফিরহাদ হাকিমের জবাব, ‘‘আমরা ছুঁচো মেরে হাত গন্ধ করি না। বিজেপি কোনও দিনই পশ্চিমবঙ্গ দখল করতে পারবে না।’’ বৃহস্পতিবার সন্ধ্যায় আক্রমণের অভিযোগকে সামনে রেখে কলকাতায় প্রতিবাদ মিছিলও করে বিজেপি। বুধবার রাতে বাঁকুড়ার খাতড়ায় দিলীপবাবুর গাড়ির উপর আক্রমণের অভিযোগ ওঠে। দিলীপবাবুর অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতার নির্দেশে মত্ত অবস্থায় তাঁর গাড়িতে আক্রমণ চালায় তৃণমূল কর্মীরা। বৃহস্পতিবার সকালে খাতড়া থানায় এফআইআর-ও করা হয়। জেলার তৃণমূল নেতা জয়ন্ত মিত্রের দাবি, ‘‘বিজেপির বিক্ষুব্ধ গোষ্ঠী এই ঘটনা ঘটিয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement