শিল্পের দাবি, রাজারহাট থেকে সিঙ্গুর যাবে বিজেপি

নারী নিগ্রহের প্রতিবাদে বামেরা জাঠা করেছিল কাকদ্বীপ থেকে কামদুনি। একই বিষয়ে বিজেপি পদযাত্রা করল কামদুনি থেকে কাকদ্বীপ। শিল্পায়নের দাবিতে বামেরা গিয়েছিল সিঙ্গুর থেকে শালবনি। একই দাবি নিয়ে বিজেপি এ বার যাবে রাজারহাটের ইনফোসিস থেকে সিঙ্গুর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০১৬ ২১:৪৮
Share:

নারী নিগ্রহের প্রতিবাদে বামেরা জাঠা করেছিল কাকদ্বীপ থেকে কামদুনি। একই বিষয়ে বিজেপি পদযাত্রা করল কামদুনি থেকে কাকদ্বীপ। শিল্পায়নের দাবিতে বামেরা গিয়েছিল সিঙ্গুর থেকে শালবনি। একই দাবি নিয়ে বিজেপি এ বার যাবে রাজারহাটের ইনফোসিস থেকে সিঙ্গুর।

Advertisement

বামেদের পথ ধরেই এখন বার বার হাঁটতে দেখা যাচ্ছে বিজেপি-কে! রাজ্য জুড়ে ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদে মানুষকে সংগঠিত করতে এবং বিধানসভা ভোটের আগে জনসংযোগ বাড়াতে সম্প্রতি কাকদ্বীপ থেকে কামদুনি সাইকেল মিছিল করেছিল বামফ্রন্টের যুব ও মহিলা সংগঠনগুলি। একই প্রশ্নে ৩ ফেব্রুয়ারি থেকে শুক্রবার পর্যন্ত পদযাত্রা করল বিজেপি-র মহিলা মোর্চা। তবে পথটা উল্টে নিয়ে কামদুনি থেকে কাকদ্বীপ গিয়েছে তারা। বিজেপি নেতৃত্ব এ দিন জানিয়েছেন, এর পরে পথে নামবে তাঁদের যুব মোর্চা। বিজেপি নেতৃত্বের অভিযোগ, তৃণমূল সরকারের ভুল নীতির জন্যই রাজ্যের শিল্পায়নের চিত্র করুণ। যার ফলে কর্মসংস্থানের অবস্থাও খারাপ। ভোটের আগে যুব সমাজের কাছে এই চিত্র তুলে ধরতে আগামী ২৯ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত রাজারহাট থেকে সিঙ্গুর পদযাত্রা করবে যুব মোর্চা। একই কারণে বামপন্থী গণ সংগঠনগুলির মঞ্চ বিপিএমও মিছিল করেছিল সিঙ্গুর থেকে শালবনি।

মার্চ মাসে বিধানসভা পিছু উদ্বাস্তু সম্মেলনেরও পরিকল্পনা করেছে বিজেপি। সেগুলি শেষ হলে রাজ্য স্তরের একটি উদ্বাস্তু সম্মেলন করবে তারা। সেখানে দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ আসতে পারেন। ওই সম্মেলনে বিজেপি-র বাইরে থাকা বিভিন্ন উদ্বাস্তু সংগঠনকেও বক্তৃতা করার জন্য আমন্ত্রণ জানাবে তারা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন