BJP

কৃষকদের স্বার্থেই আইন, সভা করে দাবি বিজেপির

এ দিন বিকেল সাড়ে ৪টে নাগাদ দাঁইহাটের ভাউসিংয়ে আসেন লকেট। তার আগে থেকেই জড়ো হয়েছিলেন দলের অনেক কর্মী-সমর্থক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দাঁইহাট ও মঙ্গলকোট শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২০ ০৪:২৮
Share:

দাঁইহাটে লকেট। নিজস্ব চিত্র

কৃষি আইনের সমর্থনে মিছিল-পথসভা করল বিজেপি। শনিবার বিকেলে দাঁইহাটে দলের কর্মসূচিতে থাকলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। মঙ্গলকোটে একই কর্মসূচিতে যোগ দিতে আসেন বিজেপির রাজ্য সহ-সভাপতি রীতেশ তিওয়ারি। বিজেপি নেতানে-ত্রীদের দাবি, কেন্দ্রীয় সরকারের আনা নতুন কৃষি আইনে কৃষকদের ভাল হবে। কিন্তু বিরোধীরা মানুষকে ভুল বোঝাচ্ছেন।

Advertisement

এ দিন বিকেল সাড়ে ৪টে নাগাদ দাঁইহাটের ভাউসিংয়ে আসেন লকেট। তার আগে থেকেই জড়ো হয়েছিলেন দলের অনেক কর্মী-সমর্থক। ছিলেন বিজেপির জেলা (কাটোয়া) সভাপতি কৃষ্ণ ঘোষ-সহ স্থানীয় নেতারা। ভাউসিং থেকে মাখালতোর গ্রাম পর্যন্ত পদযাত্রা হয়। এর পরে পুরনো কাটোয়া-কালনা রোডে পথসভা করা হয়। লকেট দাবি করেন, ‘‘কৃষকদের স্বার্থে মোদী সরকার আইন এনেছে। তাতে কৃষকেরা ফসলের নায্য দাম পাবেন। ফড়েদের উৎপাত কমবে। কিন্তু কাটমানি বন্ধ হয়ে যাওয়ায় তৃণমূল নেতাদের ঘুম চলে গিয়েছে। তাই বিভিন্ন জায়গায় কৃষি আইনের বিরোধিতা করে মিছিল করে মানুষকে ভুল বোঝাচ্ছে।’’ তাঁর দাবি, তৃণমূল ভুল বোঝানোর চেষ্টা করলেও রাজ্যের মানুষ ২০২১-এ বিজেপিকে ক্ষমতায় আনবেন।

রীতেশ তিওয়ারি এবং মঙ্গলকোটের বিজেপি নেতা রানাপ্রতাপ গোস্বামী, বুদ্ধদেব মণ্ডলদের নেতৃত্বে বিকেল সাড়ে ৩টে নাগাদ মঙ্গলকোটের পুঁইনি গ্রাম থেকে কৃষি আইনের সমর্থনে চন্দ্রপুর হাটতলা পর্যন্ত পদযাত্রা হয়। পুঁইনি গ্রামের কাছে উত্তরপ্রদেশের হাথরসে ধর্ষণ-কাণ্ডের প্রতিবাদ জানাতে কিছু মহিলা কালো পতাকা হাতে দাঁড়িয়ে ছিলেন। যদিও তা নিয়ে কোনও গোলমাল হয়নি। পদযাত্রা শেষে পথসভাও করা হয়। রানাপ্রতাপবাবুর যদিও দাবি, তৃণমূল চেষ্টা করেও কালো পতাকা দেখাতে পারেনি। স্থানীয় তৃণমূল নেতাদের পাল্টা দাবি, দলের তরফে নয়, এলাকার মহিলারাই হাথরসের ঘটনায় ক্ষুব্ধ হয়ে কালো পতাকা দেখিয়েছেন।

Advertisement

বিজেপিই কৃষকদের ভুল বোঝানোর চেষ্টা করছেন বলে পাল্টা দাবি করেন কাটোয়ার তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তাঁর আরও দাবি, ‘‘বিজেপি-শাসিত রাজ্যগুলিতে আইনের শাসন নেই। ওঁরা বাংলা দখলের স্বপ্ন দেখতেই পারেন, তবে তা সত্যি হবে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন