বিজেপির পঞ্চায়েত সম্মেলন

পঞ্চায়েত ভোটের আগে দলের জনপ্রিয়তা বাড়াতে প্রতি ব্লকের সাধারণ মানুষের জীবন-জীবিকার বিভিন্ন দাবি নিয়ে সংশ্লিষ্ট বিডিও দফতর ঘেরাও করা হবে। এ ছাড়া, ৯ অগস্ট থেকে ‘তৃণমূল, তোষণ ছাড়ো’ স্লোগান দিয়ে বিজেপি যে সই সংগ্রহ অভিযানে নামবে, তা শেষ করা হবে বড় কেন্দ্রীয় জনসভা করে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৭ ০৪:২৮
Share:

পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু করে দিল রাজ্য বিজেপি। হাওড়ায় রবিবার দলের বৈঠকে ঠিক হয়েছে, পঞ্চায়েত ভোটের আগে দলের সংগঠন মজবুত করতে পঞ্চায়েত সম্মেলন করা হবে। বিজেপি-র সাংগঠনিক জেলার সংখ্যা ৩৩টি। তার মধ্যে পাঁচটি শহুরে জেলা বাদ দিয়ে সব ক’টিতেই একটি করে পঞ্চায়েত সম্মেলন হবে। প্রতি জেলার সম্মেলনে সেখানকার সব পঞ্চায়েতের নেতা-কর্মীরা যোগ দেবেন।

Advertisement

পঞ্চায়েত ভোটের আগে দলের জনপ্রিয়তা বাড়াতে প্রতি ব্লকের সাধারণ মানুষের জীবন-জীবিকার বিভিন্ন দাবি নিয়ে সংশ্লিষ্ট বিডিও দফতর ঘেরাও করা হবে। এ ছাড়া, ৯ অগস্ট থেকে ‘তৃণমূল, তোষণ ছাড়ো’ স্লোগান দিয়ে বিজেপি যে সই সংগ্রহ অভিযানে নামবে, তা শেষ করা হবে বড় কেন্দ্রীয় জনসভা করে। রাজ্যে দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, সর্বভারতীয় যুগ্ম সাধারণ সম্পাদক (সংগঠন) শিবপ্রকাশের উপস্থিতিতে হাওড়ায় বৈঠকে এই সিদ্ধান্তগুলি হয়েছে। দলীয় সূত্রের খবর, এখনও ১৩৬ জন বিজেপি কর্মী বিস্তারক হিসাবে দলের প্রচারে বেরিয়েছেন। তাঁরা ন্যূনতম এক বছর বাড়ির বাইরে থেকে দলের গণভিত্তি মজবুত করবেন। প্রত্যেক বিস্তারককে একটি করে বিধানসভার দায়িত্ব দেওয়া হচ্ছে। হাওড়ায় ওই বিস্তারকদের প্রশিক্ষণও হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement