সব কেন্দ্রে সর্বক্ষণের কর্মী পাঠাচ্ছে বিজেপি

এখন থেকেই লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করছে বিজেপি। প্রথম পদক্ষেপ হিসাবে ২৯৪টি বিধানসভা আসনে এক জন করে সর্বক্ষণের কর্মী নিয়োগ করছে তারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১১ মে ২০১৭ ০৩:৪১
Share:

প্রতীকী ছবি।

এখন থেকেই লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করছে বিজেপি। প্রথম পদক্ষেপ হিসাবে ২৯৪টি বিধানসভা আসনে এক জন করে সর্বক্ষণের কর্মী নিয়োগ করছে তারা। ঘড়বাড়ি ছেড়ে এই সর্বক্ষণের কর্মীরাই হবেন লোকসভা ভোটের প্রস্তুতি লগ্নে দলের আসল চোখ-কান। দল এই কর্মীদের যাবতীয় খরচ বহন করবে, দেওয়া হবে সামান্য সাম্মানিকও। জানা গিয়েছে, রীতিমতো সাক্ষাৎকার নিয়ে প্রথম দফায় ৪০ জন এমন কর্মী নির্বাচন করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। গত ৯-১০ মে তাঁদের প্রশিক্ষণ দিয়ে গেলেন দলের দুই নেতা কৈলাস বিজয়বর্গীয় এবং শিবপ্রকাশ। তাঁদের মধ্যে ১২ জন রয়েছেন মাথাভাঙা, আলিপুরদুয়ার, ইংলিশবাজার প্রভৃতি উত্তরবঙ্গের বিধানসভা কেন্দ্রগুলিতে। বাকিদের পাঠানো হচ্ছে বিজেপির সম্ভাবনা আছে এমন বিধানসভা কেন্দ্রগুলিতে।

Advertisement

আগামী কয়েক মাসের মধ্যে আরও ১৫০ জন কর্মীকে সর্বক্ষণের জন্য দলীয় দায়িত্ব দিয়ে পাঠানো হবে বিভিন্ন কেন্দ্রে। ধীরে ধীরে সব বিধানসভা কেন্দ্রেই যাবে সর্বক্ষণের কর্মী। দলীয় সূত্রের খবর, বিস্তারকদের কাজ— বিধানসভাপিছু বুথে বুথে গিয়ে বিজেপি-র মতাদর্শ এবং কেন্দ্রীয় সরকারের উন্নয়ন প্রকল্পগুলি সাধারণ মানুষ এবং দলের কর্মীদের কাছে ব্যাখ্যা করা।

সর্বভারতীয় সভাপতি অমিত শাহের রাজ্য সফরে বিদ্বজ্জনদের সভা দেখে খুশি হয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব। ঠিক হয়েছে, এ বার প্রতি জেলার বিদ্বজ্জনদের তালিকা তৈরি করা হবে। প্রয়োজনে জেলাভিত্তিক বুদ্ধিজীবী সম্মেলন করবে দল। বিদ্বজ্জনদের সংগঠিত করার জন্য এক জন দলীয় পর্যবেক্ষকও দেওয়া হতে পারে বলে বিজেপি সূত্রের খবর।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন