BJP

পঞ্চায়েত প্রস্তুতিতে দু’দিনের বৈঠক

দু’দিনের বৈঠকে রাজ্য কমিটির পদাধিকারীদের সঙ্গে আলাদা করে বৈঠকে বসার কথা সুনীল, মঙ্গলদের। সেখানে সাংগঠনিক বিষয়ে আলোচনা হওয়ার সম্ভবনা রয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২২ ০৭:০৮
Share:

পঞ্চায়েত নির্বাচনের একটি কমিটি গড়ে রাজ্য বিজেপি। ফাইল চিত্র।

বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। সেই প্রস্তুতিতে কোমর বাঁধছে বিজেপি। রাজ্য বিজেপির ভারপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসলের উপস্থিতিতে আগামী ১৬-১৭ অক্টোবর প্রস্তুতি বৈঠক বসতে চলেছে। বৈঠকে ডাক পেয়েছেন জনপ্রতিনিধি থেকে সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতারা। উপস্থিত থাকার কথা পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডের।

Advertisement

বেশ কিছু মাস আগে রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীর নেতৃত্বে পঞ্চায়েত নির্বাচনের একটি কমিটি গড়ে রাজ্য বিজেপি। সেই কমিটির বেশ কয়েকটি বৈঠক হলেও কাজের অগ্রগতি নিয়ে সন্তুষ্ট ছিলেন না রাজ্য নেতৃত্ব। সূত্রের খবর, তার উপরে নতুন পর্যবেক্ষক সুনীল বনসলের সঙ্গে বৈঠকে দলের এক সাংসদ পঞ্চায়েত প্রস্তুতি নিয়ে রীতিমতো ক্ষোভ উগরে দেন। সেই সঙ্গে জানান, বর্তমানে যাঁরা দায়িত্বে আছেন, তাঁরা পঞ্চায়েত স্তরের কর্মীদের চেনা তো দূরের কথা এলাকায় যান পর্যন্ত না। কে কবে আসছেন, ফিরে যাচ্ছেন জনপ্রতিনিধিরা জানতেই পারেন না। এর পরেই পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি ঢেলে সাজার নির্দেশ দেন বনসল।

যে হেতু পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতির মাধ্যমে লোকসভা নির্বাচনের মহলা হয়ে যাবে, তাই প্রস্তুতিতে কোনও রকম ফাঁক রাখতে চাইছে না গেরুয়া শিবির। প্রতিটি লোকসভা কেন্দ্র ধরে এক জন করে বিস্তারক নিয়োগ করতে চলেছে বিজেপি। আর কারা, কোন যোগ্যতায় বিস্তারক নির্বাচিত হবেন, সেই নিয়ে কথা উঠতে পারে আলোচনায়।

Advertisement

দু’দিনের বৈঠকে রাজ্য কমিটির পদাধিকারীদের সঙ্গে আলাদা করে বৈঠকে বসার কথা সুনীল, মঙ্গলদের। সেখানে সাংগঠনিক বিষয়ে আলোচনা হওয়ার সম্ভবনা রয়েছে। বৈঠক থেকে বেশ কিছু কর্মসূচির প্রস্তাবও উঠে আসতে পারে। যে হেতু শারদোৎসবের বিরতির পরে প্রথম পূর্ণাঙ্গ বৈঠক হতে চলেছে, তাই এই বৈঠককে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে বিজেপি। দেবশ্রী বলেন, “সাংগঠনিক বৈঠক। পঞ্চায়েত নির্বাচন ছাড়াও অন্য সাংগঠনিক বিষয়েও আলোচনা হবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement