লোক কোথায়, কটাক্ষ তৃণমূলের
Suvendu Adhikari

‘হামলা’ নিয়ে বিরোধী নেতার পাল্টা হুঁশিয়ারি

তৃণমূলের ৮ কর্মীর বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে তাঁদের গ্রেফতার করার দাবিতে রাতে থানাতেই অবস্থানে বসেছিলেন শুভেন্দু। পুলিশ অভিযোগ নিলেও জামিন অযোগ্য ধারা যোগ না-করায় টানাপড়েন চলে। রাত দেড়টা নাগাদ থানা থেকে বেরোন শুভেন্দু।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ০৯:২২
Share:

শুভেন্দু অধিকারী। — নিজস্ব চিত্র।

তৃণমূল কংগ্রেসের লোকজন তাঁর কনভয়ে ‘হামলা’ চালিয়েছে, এই অভিযোগে শনিবার রাতে চন্দ্রকোনা বিট হাউস থানায় ধর্নায় বসেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ধর্না শেষ পর্যন্ত উঠে গেলেও এখনও গ্রেফতার হয়নি কেউ। শুভেন্দুর বিরুদ্ধে রবিবার পাল্টা পুলিশে অভিযোগ করল তৃণমূলও। এমতাবস্থায় আন্দোলনের ডাক দিয়ে বিজেপি কর্মীদের ঝান্ডার সঙ্গে ডান্ডা আনার নিদান দিলেন বিরোধী নেতা। শুভেন্দুর উপরে ‘হামলা’র প্রতিবাদে কলকাতা-সহ রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিল করেছে বিজেপি। শুভেন্দুর নিদান নিয়ে তৃণমূলের পাল্টা বক্তব্য, বিজেপিতে ডান্ডা ধরার মতো লোক কোথায়।

তৃণমূলের ৮ কর্মীর বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে তাঁদের গ্রেফতার করার দাবিতে রাতে থানাতেই অবস্থানে বসেছিলেন শুভেন্দু। পুলিশ অভিযোগ নিলেও জামিন অযোগ্য ধারা যোগ না-করায় টানাপড়েন চলে। রাত দেড়টা নাগাদ থানা থেকে বেরোন শুভেন্দু। বিরোধী নেতা-সহ ১০ জন বিজেপি নেতা-কর্মীর বিরুদ্ধে এ দিন প্ররোচনা ও সভা বানচাল করার পাল্টা অভিযোগ করেছে তৃণমূল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুভেন্দুর করা অভিযোগের ভিত্তিতে জামিন-যোগ্য চারটি ধারা যুক্ত হয়েছে। আর তৃণমূলের করা অভিযোগের ভিত্তিতে ছ’টি ধারা যুক্ত করা হয়েছে, যার মধ্যে জামিন-অযোগ্য ধারাও আছে। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালীর বক্তব্য, “তদন্ত চলছে। এখনও কেউ গ্রেফতার হননি।” প্রসঙ্গত, চন্দ্রকোনা রোডে এ দিনই প্রতিবাদ মিছিল করেছে তৃণমূল, যেখানে দেখা গিয়েছে শুভেন্দু যাঁদের বিরুদ্ধে অভিযোগ করেছেন, শাসক দলের সেই নেতা-কর্মীদেরও।

ঘটনা নিয়ে চন্দ্রকোনায় শুভেন্দুর বক্তব্য, “আমার উপরে প্রাণঘাতী হামলা চালানো হলেও এফআইআরে জামিন অযোগ্য ১০৯ ধারা দেওয়া হয়নি। আদালতে যাব মঙ্গলবার। ওই দিন ফের চন্দ্রকোনা রোডে আসব। কর্মীরা ঝান্ডার সঙ্গে ডান্ডা লাগিয়ে আসবেন।” হামলার প্রতিবাদে এ দিন তলকাতায় যাদবপুর ৮বি থেকে রাসবিহারী মোড় পর্যন্ত দলীয় মিছিলে নেতৃত্ব দিয়েছেন শুভেন্দু। মিছিলে কর্মী-সমর্থকদের ভিড়ও নজরে পড়েছে। ছিলেন বিজেপির উত্তর ও দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার সভাপতি যথাক্রমে তমোঘ্ন ঘোষ, অনুপম ভট্টাচার্য-সহ অন্যেরা। এসআইআর-এর খসড়া তালিকার কথা বলে, তৃণমূলের দিকে ফের ভুয়ো, মৃত ভোটারদের উপরে নির্ভর করার চেনা অভিযোগের দিকে ইঙ্গিত করেছেন বিরোধী নেতা। তাঁর বক্তব্য, “খসড়া তালিকায় ৫৮ লক্ষ নাম বাদ গিয়েছে। সেটা ছিল প্রাতরাশ। চূড়ান্ত তালিকা বেরোবে ১৪ ফেব্রুয়ারি। সেটা হবে মধ্যাহ্নভোজ। তখন তৃণমূল বলবে, ভোটে লড়ব না। তৃণমূলকে হারিয়ে আমরা নৈশভোজ করব।” কর্মীদের এলাকায় ফিরে গিয়ে বুথ শক্তিশালী করার জন্যও ফের বার্তা দিয়েছেন শুভেন্দু।

শুভেন্দুকে পাল্টা বিঁধেছে তৃণমূল। আইপ্যাকের কর্তার বাড়ি ও দফতরে ইডি-র তল্লাশির নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্যের কথা বলে তার প্রতিবাদে যাদবপুর ৮বি থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করেছিলেন। সেই সূত্রেই তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তীর বক্তব্য, “শুভেন্দুর গায়ে আঙুলের ডগাও ঠেকানো হয়নি। বরং, ওঁর রক্ষীরাই বিজেপি নেতাকে পিটিয়েছেন! এখন প্রচারে থাকতে মুখ্যমন্ত্রীর নকল করে যাদবপুর থেকে মিছিল করছেন। লাভ হবে না। আর রাজ্যের ৮০ হাজারেরও বেশি বুথে বিজেপির সেই লোক কোথায় যে ওঁর কথা মতো ডান্ডা ধরবেন?”

বিরোধী নেতার কনভয়ে ‘হামলা’র প্রতিবাদে ব্যারাকপুর-বারাসত রোড অবরোধ-সহ রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি করেছে বিজেপি। দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেছেন, “গত বিধানসভা ভোটে নন্দীগ্রামে হার, গত লোকসভায় ওই এলাকায় ব্যবধান আরও বেড়ে যাওয়ায় বিরোধী নেতাকে তৃণমূল সহ্য করতে পারছে না। ইডি-তল্লাশির সময়ে মুখ্যমন্ত্রীর ফাইল ছিনিয়ে নেওয়ার ঘটনায় রাজ্য জুড়ে যে প্রতিক্রিয়া, তা থেকে নজর ঘোরাতেই শুভেন্দুর গাড়িতে আক্রমণ করা হয়েছে।” কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারেরও বক্তব্য, “বিরোধী দলনেতার উপরে প্রাণঘাতী হামলা গণতন্ত্রের পক্ষে লজ্জার।” বিরোধী নেতাকে মুখ্যমন্ত্রী ‘খুনের চেষ্টা’ করছেন বলে অভিযোগ তুলেছেন বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিংহ!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন