মুসলিম মন জয়ে এ বার নজর বিজেপি-র

তাৎক্ষণিক তিন তালাক প্রথার বিরুদ্ধে দেশজোড়া আন্দোলন, ওই প্রথা তুলে দিতে মোদী সরকারের উদ্যোগ উত্তরপ্রদেশে বিধানসভা ভোটে সুফল দিয়েছে বলে মনে করে বিজেপি

Advertisement

রোশনী মুখোপাধ্যায়

কলকাতা শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৮ ০৩:৫৪
Share:

ফাইল চিত্র।

তাৎক্ষণিক তিন তালাক প্রথার বিরুদ্ধে দেশজোড়া আন্দোলন, ওই প্রথা তুলে দিতে মোদী সরকারের উদ্যোগ উত্তরপ্রদেশে বিধানসভা ভোটে সুফল দিয়েছে বলে মনে করে বিজেপি। সেই ধারাতেই এ বার পিতার সম্পত্তিতে মুসলিম মহিলাদের পুরুষের সমান এবং অনায়াস অধিকারের দাবি নিয়ে লোকসভা ভোটের আগে সরব হতে চলেছে পশ্চিমবঙ্গ বিজেপি। শাসক তৃণমূল অবশ্য একে বিজেপি-র ‘বিভাজনের কৌশল’ হিসাবেই দেখছে।

Advertisement

রাজ্য বিজেপি-র সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বলেন, ‘‘এ বিষয়ে প্রচার আন্দোলন শুরু করেছি। ধীরে ধীরে বিক্ষোভ আন্দোলনে যাওয়া হবে। অন্য রাজ্যে মুসলিম পার্সোনাল ল-র বাইরে গিয়ে মহিলাদের বাবার সম্পত্তিতে পুরুষের সমান অধিকার দেওয়া হয়। এ রাজ্যেও এই ব্যবস্থা চালু করতে চাই।’’

রাজ্য বিজেপি-র একাংশের ব্যাখ্যা, দলীয় নেতৃত্ব বুঝতে পারছেন, এ রাজ্যের প্রায় ৩০% মুসলিম ভোটকে সম্পূর্ণ উপেক্ষা করে নির্বাচনে জেতা সম্ভব নয়। কিন্তু লোকসভা ভোটে অন্তত ২২টি আসনের লক্ষ্যমাত্রা নিয়ে নামা হচ্ছে। বস্তুত, অ-বিজেপি রাজ্য থেকে আসন না বাড়ালে লোকসভা ভোটে বিজেপি-র পক্ষে ফের জেতাও কঠিন। কারণ বিজেপি শাসিত রাজ্যগুলিতে প্রতিষ্ঠান বিরোধী আবহাওয়ার কারণে তাদের আসন বাড়ার সম্ভাবনা কম। এই প্রেক্ষিতেই উত্তরপ্রদেশের রসায়নে এ রাজ্যেও মুসলিম মহিলাদের মন পাওয়ার চেষ্টা করছে দল। তাৎপর্যপূর্ণ হল, গত ২৭ জুন কলকাতা এবং হাওড়ায় একাধিক দলীয় বৈঠকে রাজ্য নেতৃত্বকে চাঙ্গা করতে ‘উত্তরপ্রদেশ মডেল’-এর উদাহরণ দিয়েছিলেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহও।

Advertisement

প্রতাপবাবু এ দিন আরও বলেন, ‘‘লোকসভা ভোটের ময়দানে আমরা এটাও বলব যে, বিধানসভায় জিতলে আমাদের সরকার এ রাজ্যের মুসলিম মহিলাদের পৈতৃক সম্পত্তিতে পুরুষের সমান অধিকার দেবে।’’ রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম অবশ্য বলেন, ‘‘আমাদের রাজ্যে এ রকম কোনও সামাজিক সমস্যা নেই। সাম্প্রদায়িক তাস খেলা ছাড়া বিজেপি-র আর কোনও কাজ নেই। তাই ওরা জোর করে এ সব সমস্যা দেখাতে চাইছে। কিন্তু এ সব বিভাজনের কৌশল করে বাংলায় ভোট জেতা যাবে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন