চার বছরের বিকল্প পাঠ্যক্রম শিবপুরে

দাবিটা ছিল পড়ুয়াদেরই। অবশেষে শিবপুর আইআইইএসটিতে তৃতীয় বর্ষের পড়ুয়াদের পাঁচ বছরের বদলে চার বছর পড়ার ‘অপশন’ বা বিকল্প সুযোগ দেওয়া হবে বলে জানাল ওই প্রতিষ্ঠানের বোর্ড অব গভর্নরস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৬ ০৩:০২
Share:

দাবিটা ছিল পড়ুয়াদেরই। অবশেষে শিবপুর আইআইইএসটিতে তৃতীয় বর্ষের পড়ুয়াদের পাঁচ বছরের বদলে চার বছর পড়ার ‘অপশন’ বা বিকল্প সুযোগ দেওয়া হবে বলে জানাল ওই প্রতিষ্ঠানের বোর্ড অব গভর্নরস।

Advertisement

শিবপুরের ইঞ্জিনিয়ারিং কলেজ ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ বা আইআইইএসটি-তে উন্নীত হওয়ার পরে সেখানে প্রথম ছাত্র ভর্তি নেওয়া হয় ২০১৪-’১৫ শিক্ষাবর্ষে। আগে চার বছরের বিটেক ডিগ্রি পাঠ্যক্রমই চালু ছিল। ওই সময় থেকে চালু হয় পাঁচ বছরের ‘ইন্টিগ্রেটেড ডুয়াল ডিগ্রি বিটেক-এমটেক’ পাঠ্যক্রম। কিন্তু কিছু দিনের মধ্যেই বোঝা যায়, চাকরি ক্ষেত্রে এই পাঠ্যক্রমের চাহিদা বিশেষ নেই। অপশনের বিষয়টি যাচাই করতে বলেছিল আইআইইএসটি-র সেনেট। বিষয়টি খতিয়ে দেখতে কমিটি গড়া হয়। কমিটি ‘অপশন’-এর পক্ষেই মত দিয়েছে। এ বার বোর্ড অব গভর্নরসও তাতে সায় দিল। তাদের সিদ্ধান্ত এ বার সেনেটকে জানানো হবে।

আইআইইএসটি সূত্রের খবর, অপশনের সুযোগ কেন প্রয়োজন, ১৩ দফা কারণ দেখিয়ে সেটা ব্যাখ্যা করা হয়েছে। বোর্ড অব গভর্নরসের বক্তব্য, পর্যালোচনায় দেখা যাচ্ছে, শিবপুরে পাঁচ বছরের পাঠ্যক্রম চালানোর মতো পরিকাঠামো এখনও গড়েই ওঠেনি। যথাযথ নয় ছাত্র-শিক্ষক অনুপাতও। নেই হস্টেলের পর্যাপ্ত সুযোগ-সুবিধাও। এই সব ঘাটতির মধ্যে পাঁচ বছরের পাঠ চালানো মুশকিল। তাই অপশনের ব্যবস্থা আপাতত পাঁচ বছর চলুক। তার পরে আবার বিষয়টির মূল্যায়ন করা হবে। ছাত্র সেনেটের সাধারণ সম্পাদক সুপ্রতীক রায় বলেন, ‘‘বোর্ড অব গভর্নরস জানিয়েছে, নবাগত ছাড়াও বর্তমান পড়ুয়ারা এই অপশনের সুযোগ পাবেন।’’ বর্তমান পড়ুয়াদের মধ্যে যাঁরা পঞ্চম বর্ষ পর্যন্ত পড়তে চাইবেন, পঞ্চম বর্ষের জন্য তাঁদের একটি বৃত্তি দেওয়া হবে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন