টুকরো খবর

শিলাবৃষ্টি ও ঝড়ে ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণের চেক বিলির কাজে দুর্নীতির অভিযোগ তুলে উত্তর দিনাজপুরের হেমতাবাদ ব্লক কৃষি অধিকর্তা তথা রায়গঞ্জ মহকুমা কৃষি আধিকারিক শ্রীকান্ত সিংহকে মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূলের কর্মী সমর্থকদের একাংশের বিরুদ্ধে।

Advertisement
শেষ আপডেট: ১৪ মে ২০১৫ ০৩:৪৫
Share:

কৃষিকর্তাকে মার, অভিযুক্ত তৃণমূল

Advertisement

নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ

শিলাবৃষ্টি ও ঝড়ে ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণের চেক বিলির কাজে দুর্নীতির অভিযোগ তুলে উত্তর দিনাজপুরের হেমতাবাদ ব্লক কৃষি অধিকর্তা তথা রায়গঞ্জ মহকুমা কৃষি আধিকারিক শ্রীকান্ত সিংহকে মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূলের কর্মী সমর্থকদের একাংশের বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় হেমতাবাদ ব্লক কৃষি দফতরে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। জেলা পুলিশ সুপার সৈয়দ ওয়াকার রেজা বলেন, ‘‘শ্রীকান্তবাবু পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’’

Advertisement

নমামি গঙ্গে প্রকল্পে ২০ হাজার কোটি

দেশের প্রাণরেখা গঙ্গার দূষণমুক্তির নতুন প্রকল্প ‘নমামি গঙ্গে’ বুধবার অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। ওই প্রকল্পে ২০ হাজার কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। ঘটনাচক্রে এ দিনই পশ্চিমবঙ্গের গঙ্গাতীরের ৪০টি পুরসভার কর্তাদের নিয়ে বৈঠকে পুরমন্ত্রী ফিরহাদ (ববি) হাকিম জানান, ওই সব পুরসভার নিকাশি-জঞ্জালের দূষণ থেকে গঙ্গাকে মুক্ত করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। সেই জন্য অবিলম্বে প্রকল্প রিপোর্ট তৈরি করতে হবে। নিকাশি জল গঙ্গায় ফেলার আগে তা শোধন করতে ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানোর নির্দেশ দেওয়া হয়েছে পুরকর্তাদের। জঞ্জাল সরাসরি গঙ্গায় ফেলা যাবে না। প্রয়োজনে জঞ্জাল ফেলার জন্য নতুন জমি কিনতে হবে পুরসভাগুলিকে। পুর এলাকার খাটাল, শুয়োরও সরাতে হবে। শবদাহের বৈদ্যুতিন চুল্লি তৈরির জন্য সব পুরসভাকেই টাকা দেবে সরকার।

উপকূল রক্ষায় ধীবরেরাও

পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে জঙ্গি হানা ঠেকানোর মহড়ায় সেনা-পুলিশের সঙ্গে সামিল করা হল মৎস্যজীবী এবং তাঁদের সংগঠনের প্রতিনিধিদেরও। ‘হামলা’ নামে ওই মহড়া হয়েছে ১১-১২ মে। ২৬/১১-র জঙ্গি হানার পর থেকে উপকূল নিরাপত্তায় বিশেষ জোর দেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসেবে এই মহড়া। নৌসেনার এক কর্তা জানান, উপকূলে নজরদারির ক্ষেত্রে ধীবরেরাও সেনা-গোয়েন্দাদের চোখ-কান। তাঁদের সচেতন করা জরুরি। উপকূলরক্ষী বাহিনীর কলকাতার মুখপাত্র অ্যাসিস্ট্যান্ট কম্যান্ড্যান্ট অভিনন্দন মিত্র বলেন, ‘‘দুই রাজ্যের মৎস্যজীবী এবং তাঁদের সংগঠনের প্রতিনিধিরা মহড়ায় হাজির ছিলেন।’’

আইন অমান্যে

মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং সংগঠিত-অসংগঠিত সব ক্ষেত্রেই ন্যূনতম ১৫ হাজার টাকা মাইনের দাবিতে বুধবার সিটু-সহ কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি ধর্মতলায় আইন-অমান্য করে। তার আগে সিটুর সভাপতি শ্যামল চক্রবর্তীর নেতৃত্বে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিল হয়। মিছিলের পর শ্রমিকরা আইন-অমান্য করতে গেলে তাদের সঙ্গে পুলিশের ধ্বস্তাধ্বস্তি হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ মাইকে ঘোষণা করে ৩০০ জনকে গ্রেফতার করে ছেড়ে দেওয়া হল।

ট্রেনে কাটা

ব্যারাকপুরে ট্রেনে কাটা পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে। রেল পুলিশ সূত্রের খবর, মৃতার নাম সুরবালা সরকার। নদিয়ার মাঝদিয়ার বাসিন্দা সুরবালাদেবী এবং তাঁর স্বামী বুধবার গেদে লোকালে ব্যারাকপুরে আসেন। ট্রেনটি ব্যারাকপুর স্টেশনে থামার পরে নামতে গিয়ে সুরবালাদেবীর পা পিছলে যায়। তিনি প্ল্যাটফর্ম এবং ট্রেনের মাঝখানের ফাঁক দিয়ে রেললাইনে পড়ে যান। তাঁর উপর দিয়ে ট্রেন চলে যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন