টুকরো খবর

বেআইনি ভাবে বাড়ি তৈরি করা যাবে না বলে নোটিস পাঠিয়েছিল বালি পুরসভা। আইন ভেঙেই সেই বাড়ি তৈরিতে সাহায্যের আশ্বাস দিয়ে তোলাবাজির অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। পুলিশ জানায়, ভাস্কর চক্রবর্তী নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এক রেলকর্মী। ভাস্কর অভিযোগ অস্বীকার করেছে।

Advertisement
শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৪ ০৩:৩৪
Share:

আইন ভেঙে বাড়ি তৈরির টোপ দিয়ে তোলাবাজি

Advertisement

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

বেআইনি ভাবে বাড়ি তৈরি করা যাবে না বলে নোটিস পাঠিয়েছিল বালি পুরসভা। আইন ভেঙেই সেই বাড়ি তৈরিতে সাহায্যের আশ্বাস দিয়ে তোলাবাজির অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। পুলিশ জানায়, ভাস্কর চক্রবর্তী নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এক রেলকর্মী। ভাস্কর অভিযোগ অস্বীকার করেছে। সুব্রত সিংহ নামে এক রেলকর্মী পুলিশকে জানান, তিনি বালির মোহনলাল বাহাওয়ালা রোডে নতুন বাড়ি তৈরি করছেন। গত ১১ জুলাই পুরসভা তাঁকে বেআইনি ভাবে ওই বাড়ি তৈরি করা যাবে না বলে নোটিস পাঠায়। সেটি পেয়ে বাড়ি তৈরির কাজ বন্ধ রাখা হয়। সুব্রতবাবুর অভিযোগ, কাজ বন্ধ রাখার দু’দিন পরেই ভাস্কর তাঁর কাছে আসে এবং বাড়ির কাজ চালু করার পরামর্শ দেয়। তার বদলে দু’লক্ষ টাকা দাবি করে। টাকা না-দিলে পুলিশ গ্রেফতার করবে বলে হুমকিও দেয়। সুব্রতবাবু ২৫ জুলাই ভাস্করের নামে বালি থানায় অভিযোগ দায়ের করেন। বিষয়টি জানানো হয় এলাকার বিধায়ক কুন্তল সিংহ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় কোনও নির্মাণকাজ শুরু হলেই ভাস্কর টাকা চেয়ে হুমকি দেয়। যদিও ভাস্কর সব অভিযোগ অস্বীকার করেছে। বালি পুরসভার চেয়ারম্যান সিপিএমের অরুণাভ লাহিড়ী বলেন, “সুব্রতবাবু অবৈধ ভাবে বাড়ির কাজ করছিলেন বলে আমরা পুরসভার পক্ষ থেকে নোটিস পাঠাই। তবে ভাস্কর চক্রবর্তীকে কে ওই কাজ দেখার দায়িত্ব দিয়েছে, তা আমার জানা নেই।”

Advertisement

’৬৪-র ৬ মাস

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

পঞ্চাশ বছর আগের মোট ৬ মাসের ঘটনার ইতিবৃত্ত। ভারতে কমিউনিস্ট পার্টির বিভাজনের সময় বলেই সেই ৬ মাস ঐতিহাসিক। এই পর্বের ঘটনাবলী এবং রাজনৈতিক দলিল নিয়ে বাংলায় কমিউনিস্ট আন্দোলনের ইতিহাসের ত্রয়োদশ খণ্ড প্রকাশ করল সিপিআই। দলের রাজ্য সম্পাদক মঞ্জুকুমার মজুমদার ও ভানুদেব দত্ত সম্পাদিত এই খণ্ডটি শনিবার আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করেছেন নীরেন চক্রবর্তী। ওই ১৯৬৪ সালের-ই পরের ৬ মাসের (জুলাই-ডিসেম্বর) ঘটনা নিয়ে আরও একটি খণ্ড প্রকাশ করেই আপাতত শেষ হবে ইতিহাসের এই সিরিজ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন