টুকরো খবর

ইডি আগেই রাজ্যের বস্ত্রমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল। এ বার তাঁকে তলব করতে চলেছে সিবিআই। শ্যামাবাবু বাঁকুড়ার যে-সিমেন্ট কারখানাটি সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেনের কাছে বিক্রি করেছিলেন, তার সবিস্তার তথ্য জানতেই তাঁকে ডাকা হচ্ছে বলে সিবিআই সূত্রের খবর। বস্ত্রমন্ত্রী অবশ্য শুক্রবার দাবি করেছেন, তাঁর কাছে সিবিআইয়ের কোনও নোটিস আসেনি। তিনি বলেন, “আগেও এই ধরনের কথা ছড়িয়েছিল। কোথা থেকে এ-সব ছড়ানো হচ্ছে জানি না!

Advertisement
শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৪ ০৩:০৯
Share:

এ বার সিবিআইয়ের তলবের মুখে বস্ত্রমন্ত্রী

Advertisement

উদ্বোধন: বিষ্ণুপুরে শিশু বইমেলার অনুষ্ঠানে
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। শুক্রবার। ছবি: শুভ্র মিত্র।

ইডি আগেই রাজ্যের বস্ত্রমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল। এ বার তাঁকে তলব করতে চলেছে সিবিআই। শ্যামাবাবু বাঁকুড়ার যে-সিমেন্ট কারখানাটি সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেনের কাছে বিক্রি করেছিলেন, তার সবিস্তার তথ্য জানতেই তাঁকে ডাকা হচ্ছে বলে সিবিআই সূত্রের খবর। বস্ত্রমন্ত্রী অবশ্য শুক্রবার দাবি করেছেন, তাঁর কাছে সিবিআইয়ের কোনও নোটিস আসেনি। তিনি বলেন, “আগেও এই ধরনের কথা ছড়িয়েছিল। কোথা থেকে এ-সব ছড়ানো হচ্ছে জানি না! এগুলো গুজব ছাড়া আর কিছু নয়।” ইডি-র খবর, ২০০৯ সালে শ্যামাবাবুর কাছ থেকে লোকসানে চলা ওই কারখানা বাজারদরের থেকে অনেক বেশি দামে কিনেছিলেন সুদীপ্ত। বাজারদরের থেকে বেশি দামে সেটি কেনার পিছনে রাজনৈতিক বা অন্য কোনও প্রভাব আছে কি না, তা যাচাই করতেই মন্ত্রীকে তলব করা হচ্ছে বলে সিবিআই সূত্রের খবর।

Advertisement

ধৃত বিধায়ক

লগ্নি সংস্থার আর্থিক কাণ্ডে ওড়িশার শাসক দলের এক বিধায়ককে ধরেছে সিবিআই। নাম প্রভাত ত্রিপাঠী। বাঁকির এই বিজেডি বিধায়ক ওড়িশার লগ্নি সংস্থা ‘অর্থতত্ত্ব’-এর সঙ্গে যুক্ত ছিলেন। ওই সংস্থার থেকে তিনি টাকা নিয়েছেন বলে অভিযোগ। সিবিআই সূত্রের খবর, পশ্চিমবঙ্গে যেমন সারদা গোষ্ঠীর সঙ্গে শাসক দলের অনেক নেতার সম্পর্কের কথা উঠে এসেছে, একই ভাবে ওড়িশায় অর্থতত্ত্বের সঙ্গে শাসক দলের একাংশের ঘনিষ্ঠতা ছিল। আগেও ওড়িশার এক নেতা গ্রেফতার হন।

জরিমানা

আদালতের নির্দেশ সত্ত্বেও নিয়োগ নিয়ে হলফনামা না-নেওয়ায় স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) কর্তৃপক্ষের জরিমানা করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত। ২০১১ সালে এসএসসি-র পরীক্ষা দেন বাঁকুড়ার তাপসী হোতা। হাইকোর্টে ওই প্রার্থীর অভিযোগ, তিনি পরীক্ষার বিভিন্ন ধাপ পেরিয়েও কাউন্সেলিংয়ে ডাক পাননি। তাঁর কৌঁসুলি সুব্রত মুখোপাধ্যায় জানান, একই অভিযোগ করে মামলা করেছেন ওই জেলার প্রার্থী মৌসুমি সাঁতরা ও অঞ্জনা চাঁদ। বিচারপতি শুক্রবার নির্দেশ দিয়েছেন, ৫ নভেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া নিয়ে হলফনামা পেশ করতে হবে এসএসসি-কে। পরবর্তী শুনানি হবে ৭ নভেম্বর।

অনুপ্রবেশ তথ্য

সীমান্তে নজরদারি বাড়ানোর পাশাপাশি অনুপ্রবেশের অভিযোগে ধৃত ব্যক্তিদের সম্পর্কে তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হল উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পুলিশ সুপারদের। শুক্রবার শিলিগুড়ির উত্তরকন্যায় পুলিশ কমিশনারেটে পাঁচ জেলার পুলিশ সুপার-সহ উত্তরবঙ্গের পদস্থ পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় এবং ডিজি জিএমপি রেড্ডি।

হদিস হায়দরের

ঈদের রাতে পুলিশ নিয়ে গিয়েছিল তাঁদের। ২৪ দিন পরে কাশ্মীরে মিস্ত্রির কাজ করতে যাওয়া বীরভূমের সেই জুলফিকার শেখ এবং হায়দর আলির খোঁজ মিলল। বাড়িতে ফোন করে তাঁরা জানান, পুলিশ তাঁদের বারামুলা থানাতেই আটকে রেখেছিল এত দিন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন