বুদ্ধদেব স্থিতিশীল

ফুসফুসের দীর্ঘমেয়াদি জটিলতা ছাড়াও বুদ্ধবাবুর ডায়াবেটিসের সমস্যা আছে। হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা করাতে পারলে ভাল হতো বলেই চিকিৎসকদের একাংশের মত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০১৭ ০৩:৩৯
Share:

ফাইল চিত্র।

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। বাড়িতেই তাঁর চিকিৎসা চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরে যাওয়ার পরে তাঁর পরামর্শে এক বিশেষজ্ঞ চিকিৎসক বুদ্ধবাবুকে দেখে এসেছেন। ফুসফুসের দীর্ঘমেয়াদি জটিলতা ছাড়াও বুদ্ধবাবুর ডায়াবেটিসের সমস্যা আছে। হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা করাতে পারলে ভাল হতো বলেই চিকিৎসকদের একাংশের মত। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী তাতে রাজি নন বাড়িতেই তাঁর দেখভালের ব্যবস্থা করা হয়েছে। দিল্লিতে কেন্দ্রীয় কমিটির বৈঠক সেরে ফিরে মঙ্গলবার সকালে পাম অ্যাভিনিউয়ের বাড়িতে বুদ্ধবাবুকে দেখতে গিয়েছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক, চিকিৎসক সূর্যকান্ত মিশ্র। বিকালে গিয়েছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement