রাজভবনে যাবে দল, সরে দাঁড়ালেন মানসই

বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) চেয়ারম্যান পদে মানস ভুঁইয়ার থাকা বা না থাকা নিয়ে জট কাটানোর চেষ্টায় আজ, বুধবার দিল্লিতে বৈঠকে বসছেন পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত এআইসিসি-র সাধারণ সম্পাদক সি পি জোশী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৬ ০৩:৪৮
Share:

বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) চেয়ারম্যান পদে মানস ভুঁইয়ার থাকা বা না থাকা নিয়ে জট কাটানোর চেষ্টায় আজ, বুধবার দিল্লিতে বৈঠকে বসছেন পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত এআইসিসি-র সাধারণ সম্পাদক সি পি জোশী। তার ২৪ ঘণ্টা আগে মানস-জট যথারীতি পাকিয়েই থাকল!

Advertisement

সবংয়ে তৃণমূল কর্মী খুনের ঘটনায় মিথ্যা মামলা দিয়ে মানসবাবুকে ফাঁসানো হয়েছে, এই অভিযোগে শুক্রবার রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর দ্বারস্থ হবেন কংগ্রেস বিধায়কেরা। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী মঙ্গলবার বলেন, ‘‘মানসবাবুকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আমরা আগেই
মুখ্যমন্ত্রীকে সে কথা বলেছি। এ বার বিধায়কেরা রাজ্যপালের কাছে যাবেন।’’

কিন্তু প্রদেশ নেতৃত্বের এই সিদ্ধান্তও মানসবাবুকে খুশি করতে পারেনি! উল্টে ঘটনার চার মাস বাদে কেন অধীর এবং কংগ্রেস পরিষদীয় দল এই নিয়ে সক্রিয় হল, সেই প্রশ্ন তুলে তিনি বলেছেন, ‘‘অন্যেরা গেলেও আমি রাজ্যপালের কাছে যাচ্ছি না!’’

Advertisement

বিবাদ মেটাতে আজ দিল্লিতে প্রদেশ সভাপতি অধীর, বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও মানসবাবুকে নিয়ে বৈঠকে বসছেন জোশী। দিল্লি রওনা হওয়ার আগেও মানসবাবু জানিয়ে গিয়েছেন, তিনি পিএসি চেয়ারম্যান পদ ছাড়বেন না। বস্তুত, মানস শিবিরের ব্যাখ্যা, দিল্লির বৈঠকের আগে তাঁর উপরে ‘চাপ’ সৃষ্টি করতেই রাজ্যপালের কাছে প্রতিবাদ জানাতে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন অধীর। মানসবাবু এ দিন বলেছেন, ‘‘অধীরবাবুর নেতৃত্বে এক দিনও প্রদেশ কংগ্রেস পথে নামেনি। মান্নানের নেতৃত্বে কংগ্রেস বিধায়কেরাও বিধানসভায় প্রতিবাদ করে ওয়াক-আউট করেননি।’’ তাঁর আরও কটাক্ষ, ‘‘সময়ের পরে কেউ ট্রেনের টিকিট কাটলে ট্রেন ফেল হয়ে যায়! ওঁরা ট্রেন ফেল করেছেন!’’

যা শুনে অধীর পাল্টা বলেছেন, ‘‘উনি যত ক্ষণ কংগ্রেস বিধায়ক আছেন, তত ক্ষণ ওঁর উপরে অন্যায়ের প্রতিবাদ করা আমাদের দায়িত্ব!’’ মানসবাবু নিজে রাজ্যপালের কাছে যাবেন না শুনে অধীরের সরস মন্তব্য, ‘‘জামিন না-মঞ্জুরের পরে আইনের চোখে উনি পলাতক! রাজ্যপালের কাছে যাবেন কী করে!’’

দুই নেতার তরজার মধ্যেই কংগ্রেসের অস্বস্তি আরও বেড়েছে কিছু বিধায়কের মন্তব্যে। মানসবাবুর জন্য রাজ্যপালের কাছে যেতে হবে জানার পরে মান্নানের কাছে একাধিক বিধায়ক প্রশ্ন তুলেছেন, উনি প্রতিদিন মুখ্যমন্ত্রীর প্রশংসা করছেন। প্রদেশ সভাপতিকে প্রকাশ্যে গাল দিচ্ছেন। আবার ওঁর জন্যই রাজ্যপালের কাছে যেতে হবে কেন?

মান্নান অবশ্য বলেছেন, ‘‘আমি বাম আমলেও কারও অনুকম্পা নিইনি। এই আমলেও নেব না। প্রদেশ সভাপতির সিদ্ধান্ত মেনেই রাজ্যপালের কাছে যাচ্ছি।’’ প্রাক্তন বিধায়ক দেবপ্রসাদ রায়ের উদ্যোগে এ দিন ‘ভারত ছাড়ো’ আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনাসভায় বক্তা ছিলেন মানসবাবু। একই উপলক্ষে বিধান ভবন থেকে গাঁধী মূর্তি পর্যন্ত মিছিল করেছে কংগ্রেস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন