Calcutta High Court

চাওয়া হল হলফনামা

শুক্রবার প্রধান বিচারপতি টি এস শিবগণনম এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চের নির্দেশ, ২৭ জুনের মধ্যে কমিশনকে হলফনামা দিতে হবে। ২৮ জুন পরবর্তী শুনানি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ জুন ২০২৩ ০৮:১৬
Share:

কলকাতা হাই কোর্ট। —ফাইল চিত্র।

পঞ্চায়েত ভোটের মামলায় আদালত অবমাননার অভিযোগের প্রেক্ষিতে রাজ্য নির্বাচন কমিশনের হলফনামা তলব করল কলকাতা হাই কোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি টি এস শিবগণনম এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চের নির্দেশ, ২৭ জুনের মধ্যে কমিশনকে হলফনামা দিতে হবে। ২৮ জুন পরবর্তী শুনানি।

Advertisement

গত সপ্তাহে পঞ্চায়েত ভোটে সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে বলে হাই কোর্ট। নির্দিষ্ট সময়ের মধ্যে সেই নির্দেশ পালন করা হয়নি বলে পৃথক দু’টি আদালত অবমাননার মামলা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরী। প্রসঙ্গত, ওই নির্দেশের পরে ফের এক দফা নির্দেশ দিয়েছে আদালত। তাতে বলা হয়েছে, ২০১৩ সালের তুলনায় কম পরিমাণ কেন্দ্রীয় বাহিনী আনা যাবে না। তার পরেই আরও বাহিনী চেয়ে পাঠায় কমিশন। এ দিন কোর্টে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল অশোককুমার চক্রবর্তী জানান, ২০১৩ সালের মডেলে ভোট হলে তাঁদের বাহিনী দিতে অসুবিধা নেই। এ দিন মামলায় কিছু পর্যবেক্ষণও দিয়েছে আদালত। তাতে বলা হয়েছে, রাজ্যে প্রায় ২০ হাজারেরও বেশি আসনে মনোনয়ন প্রত্যাহার করা হয়েছে। এ প্রসঙ্গে ক্যানিংয়ের একটি মামলার কথাও উল্লেখ করেছেন প্রধান বিচারপতি। ওই মামলার আবেদনকারীর বক্তব্য, আড়াইশোরও বেশি প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন। তার ফলে মানুষ গণতান্ত্রিক উপায়ে নিজেদের পছন্দের প্রার্থী বেছে নিতে পারেননি।

এ দিন প্রধান বিচারপতির এজলাসে উত্তর দিনাজপুরের চোপড়ার মামলাও ওঠে। কংগ্রেসের আইনজীবী কৌস্তভ বাগচী জানান, মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় বাম-কংগ্রেস সমর্থকদের উপরে হামলা হয়। তার জেরে অনেকেই মনোনয়ন জমা দিতে পারেননি। এ ব্যাপারে কোর্টের নির্দেশ, পুরো বিষয়টি নিয়ে ২৫ জুন কমিশন একটি

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন