Calcutta High Court

অতিরিক্ত শূন্যপদে নিয়োগ নিয়ে লিখিত আবেদন করুক রাজ্য! জানাল হাই কোর্ট

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আবেদন করে জানান, উচ্চপ্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় সুপারনিউমেরারি পদ তৈরি নিয়ে হাই কোর্টের যে স্থগিতাদেশ রয়েছে, তা তুলে নেওয়া হোক।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৫ ২৩:১২
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

অতিরিক্ত শূন্যপদে (সুপার নিউমেরারি) দ্রুত নিয়োগ করতে চায় রাজ্য। আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। এই নিয়ে আদালতের স্থগিতাদেশ তুলে নেওয়ার আর্জিও জানায় তারা। যদিও মামলাকারীদের আইনজীবী তার বিরোধিতা করে। এর পরেই শুক্রবার বিচারপতি বিশ্বজিৎ বসুর পর্যবেক্ষণ, অতিরিক্ত শূন্যপদে নিয়োগ করতে চেয়ে লিখিত আবেদন করুক রাজ্য। তার পরেই আদালত স্থগিতাদেশ প্রত্যাহার নিয়ে বিবেচনা করবে। আগামী ৬ মে এই মামলার পরবর্তী শুনানি।

Advertisement

১৬০৯ অতিরিক্ত শূন্যপদে দ্রুত নিয়োগ চেয়ে কলকাতা হাই কোর্টে আবেদন করে রাজ্য। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আবেদন করে জানান, উচ্চপ্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় সুপারনিউমেরারি পদ তৈরি নিয়ে হাই কোর্টের যে স্থগিতাদেশ রয়েছে, তা তুলে নেওয়া হোক। রাজ্য নিয়োগ সম্পন্ন করতে চায়। কর্মশিক্ষা ও শারীরশিক্ষা বিভাগে নিয়োগ করতে সবুজ সঙ্কেত দিক উচ্চ আদালত। অন্য দিকে, মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস শামিমের বক্তব্য, ওএমআর শিট-সহ পুরো প্যানেল প্রকাশ করা হোক। বিচারপতি বসুর পর্যবেক্ষণ, অতিরিক্ত শূন্যপদে নিয়োগ করতে চেয়ে লিখিত আবেদন করুক রাজ্য। তার পরেই আদালত স্থগিতাদেশ প্রত্যাহার নিয়ে বিবেচনা করবে।

রাজ্য সরকারের এই সুপার নিউমেরারি পদ তৈরি নিয়ে কলকাতা হাই কোর্টে মামলা হয়। মন্ত্রিসভার সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ দেয় আদালত। তার পরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের অতিরিক্ত শূন্যপদ (সুপারনিউমেরারি) তৈরিতে হস্তক্ষেপ করেনি। কলকাতা হাই কোর্টের দেওয়া সিবিআই তদন্তের নির্দেশও খারিজ করে দিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement