Bengal Upper Primary Recruitmnet

সুপার নিউমেরারি পদে নিয়োগ নয়! স্থগিতাদেশ আপাতত বহাল, সিঙ্গল বেঞ্চের রায়ে হস্তক্ষেপ করল না ডিভিশন বেঞ্চ

উচ্চ প্রাথমিকে সুপার নিউমেরারি বা অতিরিক্ত শূন্যপদে নিয়োগের মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গল বেঞ্চের রায়ে অন্তর্বতী স্থগিতাদেশ বহাল রাখল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মে ২০২৫ ১২:৫৮
Share:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

উচ্চ প্রাথমিকে সুপার নিউমেরারি বা অতিরিক্ত শূন্যপদে নিয়োগের মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গল বেঞ্চের রায়ে আপাতত হস্তক্ষেপ করল না কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। অর্থাৎ, বিচারপতি বসুর সিঙ্গল বেঞ্চ ওই শূন্যপদগুলিতে নিয়োগের ক্ষেত্রে যে স্থগিতাদেশের রায় দিয়েছিল, মঙ্গলবার বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ সেই রায়ই আপাতত বহাল রাখল।

Advertisement

মঙ্গলবার বিচারপতি সেন এবং বিচারপতি দাসের ডিভিশন বেঞ্চ জানায়, এখনই সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর কোনও হস্তক্ষেপ নয়। বিচারপতি সেনের পর্যবেক্ষণ, সুপার নিউমেরারি পদ নিয়ে মামলা সিঙ্গল বেঞ্চে বিচারাধীন। এই অবস্থায় অন্তর্বতী নির্দেশে হস্তক্ষেপ করলে নিয়োগপ্রক্রিয়ায় তার প্রভাব পড়বে। আগামী ১৮ জুন ওই বিষয়টি নিয়ে মামলা শুনবে সিঙ্গল বেঞ্চ। যদি সেখানে দেখা যায় ওই পদ তৈরি নিয়ে রাজ্যের সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়, তবে নিয়োগ হলে সমস্যা দেখা দেবে।

সুপার নিউমেরারি পদে অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল রাখে বিচারপতি বসুর সিঙ্গল বেঞ্চ। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের একাংশ। তাঁদের আইনজীবীর বক্তব্য, দীর্ঘ দিন কি অন্তর্বতী স্থগিতাদেশ বহাল থাকতে পারে? দু'বছর ধরে অপেক্ষায় বসে রয়েছেন চাকরিপ্রার্থীরা। মামলার শুনানি চলছে। অন্য দিকে, তাঁদের আরেক আইনজীবী মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর সওয়াল, মামলাকারীরা পরীক্ষায় পাশ করেননি। তাঁদের মামলার কী গ্রহণযোগ্যতা রয়েছে? পাল্টা মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, এটা একটা দুর্নীতি। সাংবিধানিক আদালত তার বিচার করতে পারে। সুপ্রিম কোর্টও এর বিরোধিতা করেনি।

Advertisement

গত ৭ মে বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ সুপার নিউমেরারি পদে নিয়োগের ক্ষেত্রে স্থগিতাদেশ জারি করে। বিচারপতি বসু জানান, অতিরিক্ত শূন্যপদে এখনই কোনও নিয়োগ করা যাবে না।

উচ্চ প্রাথমিকে শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা বিষয়ে ওয়েটিং লিস্ট বা অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগ করতে চেয়ে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে রাজ্য। ২০২২ সালের ডিসেম্বর মাসে সুপার নিউমেরারি পদ তৈরির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় হাই কোর্ট। সম্প্রতি ২৬ হাজার চাকরি বাতিল মামলায় সুপার নিউমেরারি পদ নিয়ে রাজ্যের সিদ্ধান্তে হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট। গত মাসে সেই নির্দেশ দেখিয়ে হাই কোর্টে আবেদন করে রাজ্য। তাদের বক্তব্য, উচ্চ প্রাথমিকে নিয়োগপ্রক্রিয়ায় সুপার নিউমেরারি পদে নিয়োগের অনুমতি দিক আদালত। তবে গত ৭ মে আদালত সুপার নিউমেরারি পদের উপর স্থগিতাদেশ বহালই রাখল। মঙ্গলবার সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রাখল উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement