TMC

খুনের চেষ্টার মামলা দেড় মাস জেলবন্দি! ১২ তৃণমূল নেতা-কর্মীকে অবশেষে জামিন দিল হাই কোর্ট

সোমবার হাই কোর্টে জামিন পেলেও সম্ভবত মঙ্গলবার ওই ১২ জন জেলে থেকে ছাড়া পাবেন বলে জানান আইনজীবী বিশ্বজিৎ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মে ২০২৫ ১৯:৫৮
Share:

—প্রতীকী চিত্র।

দেড় মাসের বেশি সময় ধরে জেলবন্দি থাকার পর ১২ জন তৃণমূল নেতা-কর্মীকে জামিন দিল কলকাতা হাই কোর্ট।

Advertisement

২০১৭ সালের একটি খুনের চেষ্টা, মারধরের মামলায় গত ২৮ মার্চ বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কাকলি তা গুপ্তের তিন বছরের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানার নির্দেশ দেয় বর্ধমানের ফাস্ট ট্র্যাক সেকেন্ড কোর্টের বিচারক অরবিন্দ মিশ্র। একই সঙ্গে ওই মামলায় বর্ধমান ১ নম্বর ব্লকের যুব সভাপতি ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মানস ভট্টাচার্য, দলের নেতা শেখ জামাল, কার্তিক বাগ-সহ ১২ জন অভিযুক্তকে ১০ বছর কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। নিম্ন আদালতের নির্দেশের সকলে সংশোধনাগারে নিয়ে যাওয়ার সময় পথে অসুস্থ বোধ করায় কাকলি, মানস, কার্তিক এবং জামালকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করানো হয়েছিল।

সোমবার সাজাপ্রাপ্তদের আইনজীবী বিশ্বজিৎ দাস বলেন, ‘‘কলকাতা হাইকোর্টের ফাস্ট ট্র্যাক সেকেন্ড কোর্টের ডিভিশন বেঞ্চের বিচারক দেবাংশু বসাক ও মহম্মদ রশিদের রায়ে ১০ বছর সাজাপ্রাপ্ত ১২ জনের জামিন মঞ্জুর হল। মামলা চলবে। তবে আপাতত তাঁরা জামিনে মুক্ত হলেন। কাকলি তা গুপ্তও জামিন পেয়েছেন।’’

Advertisement

সোমবার হাই কোর্টে জামিন পেলেও সম্ভবত মঙ্গলবার ওই ১২ জন জেলে থেকে ছাড়া পাবেন বলে জানান আইনজীবী বিশ্বজিৎ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement