CPM in Malda

সিপিএমের সভা ঘিরে জট কাটাতে হাই কোর্ট বসল ছুটির দিনে! মালদহে বিকল্প স্থানে সমাবেশের অনুমতি দিল আদালত

বৃহস্পতিবার হাই কোর্টের বিচারপতি কৃষ্ণ রাওয়ের একক বেঞ্চ সিপিএমকে সভার অনুমতি দেয়। কিন্তু ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬ ২১:০৪
Share:

কলকাতা হাই কোর্ট। —ফাইল চিত্র।

ছুটির দিনে আদালত বসিয়ে মালদহে সিপিএমের সভা ঘিরে জট কাটাল কলকাতা হাই কোর্ট। মালদহে কলেজের মাঠে সভা করতে পারবে না সিপিএম। শুক্রবার এমনটাই জানিয়ে দিয়েছে কলকাতা হাই কোর্ট। শনিবার পরীক্ষার কারণে ওই স্থানে সভা বাতিল করে দিল আদালত। তবে সভার জন্য বিকল্প জায়গা বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে সিপিএমকে।

Advertisement

শনিবার মালদহ কলেজের মাঠে সভা করার কথা ছিল সিপিএমের। ওই মাঠে সভা করতে চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল তারা। গত বৃহস্পতিবার হাই কোর্টের বিচারপতি কৃষ্ণ রাওয়ের একক বেঞ্চ সিপিএমকে সভার অনুমতি দেয়। কিন্তু ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার। রাজ্যের আবেদনের ভিত্তিতেই শুক্রবার ছুটির দিনে বসে বিশেষ ডিভিশন বেঞ্চ। শুক্রবার সন্ধ্যা ৬টায় শুনানি হয় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের এজলাসে।

ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, পরীক্ষার কারণে ওই মাঠে সভার অনুমতি দেওয়া সম্ভব নয়। তবে সিপিএমকে বিকল্প হিসাবে মালদহের ঝাঝরা মাঠ এবং আদর্শ সমিতির মাঠের মধ্যে একটি বেছে নিতে বলেছে আদালত। হাই কোর্ট জানিয়েছে, চাইলে এই দু’টি মাঠের মধ্যে একটিতে সভা করতে পারবে সিপিএম। সময় কম থাকায় প্রশাসনকেও বলা হয়েছে, এ বিষয়ে সিপিএম-কে সহযোগিতা করতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement