TMC

Bhadu Sheikh: সিবিআই ভাদু খুনেরও তদন্ত করবে কি না, শুনানি আজ

ভাদু খুনের তদন্তভার এখনও রয়েছে রাজ্য পুলিশের হাতেই। অনেকেরই অভিযোগ, তদন্তের দায়িত্বে থাকায় পুলিশ ভাদু খুনের সাক্ষীদের প্রভাবিত করতে পারে। সে-ক্ষেত্রে তার প্রভাব বগটুইয়ে আট জনকে পুড়িয়ে মারার তদন্তেও পড়বে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২২ ০৬:২১
Share:

ফাইল চিত্র।

কলকাতা হাই কোর্টের নির্দেশে সিবিআই বীরভূমের বগটুই কাণ্ডে বাড়িতে আগুন দিয়ে অন্তত আট জনকে পুড়িয়ে মারার ঘটনার তদন্তভার নিয়েছে ঠিকই। কিন্তু সেই নির্দেশে তৃণমূলের স্থানীয় উপপ্রধান ভাদু শেখের হত্যাকাণ্ডের তদন্তের বিষয়ে সুস্পষ্ট ভাবে কিছু বলা নেই। তাই ভাদু-হত্যারও তদন্ত করার জন্য যাতে সিবিআই-কে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়, সেই আর্জি জানিয়েছেন বগটুই কাণ্ড সংক্রান্ত জনস্বার্থ মামলার অন্যতম আবেদনকারিণী প্রীতি কর। আজ, সোমবার হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি হতে পারে। এ ব্যাপারে আরও একটি আবেদন জমা পড়েছে। সেই শুনানিও হতে পারে।

Advertisement

প্রীতিদেবীর আইনজীবী কৌস্তভ বাগচী জানান, তাঁরা গত সপ্তাহে আবেদনপত্র জমা দেন। আদালতে একাধিক বার মামলাটি উত্থাপনও করেছিলেন। শেষ পর্যন্ত সোমবার শুনানির দিন ধার্য করা হয়েছে। কৌস্তভবাবুর বক্তব্য, ভাদু শেখের হত্যাকাণ্ড থেকেই গোটা গোলমালের সূত্রপাত। কিন্তু ভাদু-হত্যার তদন্ত সিবিআই করবে কি না, হাই কোর্টের নির্দেশে সেই বিষয়ে কোনও নির্দিষ্ট বক্তব্য নেই। সিবিআই সরাসরি ভাদু খুনের তদন্ত করছে বলেও শোনা যায়নি। অথচ বগটুইয়ের পূর্ণাঙ্গ তদন্ত করতে হলে ভাদু খুনের নিরপেক্ষ এবং যথাযথ তদন্ত প্রয়োজন। অন্যথায় পুরো সত্য কখনও উদ্ঘাটিত হতে পারে না বলে কৌস্তভবাবুর অভিমত।

ভাদু খুনের তদন্তভার এখনও রয়েছে রাজ্য পুলিশের হাতেই। অনেকেরই অভিযোগ, তদন্তের দায়িত্বে থাকায় পুলিশ ভাদু খুনের সাক্ষীদের প্রভাবিত করতে পারে। সে-ক্ষেত্রে তার প্রভাব বগটুইয়ে আট জনকে পুড়িয়ে মারার তদন্তেও পড়বে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন