আইসিএসই, আইএসসি-তে মেধাতালিকায় সামনের সারিতে কলকাতার পড়ুয়ারা

সর্বভারতীয় আইসিএসই (দশম শ্রেণি) এবং আইএসসি (দ্বাদশ শ্রেণি) পরীক্ষার মেধাতালিকায় সামনের সারিতেই স্থান করে নিল কলকাতার পড়ুয়ারা। শুক্রবার বেলা তিনটেয় ফল ঘোষণা করা হয় কাউন্সিলের পক্ষ থেকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মে ২০১৬ ১৮:৪০
Share:

সর্বভারতীয় আইসিএসই (দশম শ্রেণি) এবং আইএসসি (দ্বাদশ শ্রেণি) পরীক্ষার মেধাতালিকায় সামনের সারিতেই স্থান করে নিল কলকাতার পড়ুয়ারা। শুক্রবার বেলা তিনটেয় ফল ঘোষণা করা হয় কাউন্সিলের পক্ষ থেকে।

Advertisement

আইএসসিই পরীক্ষায় এই রাজ্যে যুগ্মভাবে প্রথম হয়েছে কলকাতার লা মার্টিনিয়র ফর বয়েজ-এর অর্ক চট্টোপাধ্যায় এবং জোকার বিবেকানন্দ মিশনের ঐন্দ্রিলা ভদ্র। সর্বভারতীয় পরীক্ষায় অর্ক এবং ঐন্দ্রিলা তৃতীয় স্থান দখল করেছে। ওঁদের দু’জনেরই প্রাপ্ত নম্বর ৯৮.৮ শতাংশ। অন্যদিকে আইএসসি পরীক্ষায় এই রাজ্যে যুগ্মভাবে প্রথম হয়েছে পার্ক সার্কাস ডন বস্কো স্কুলের অর্কদেব সেনগুপ্ত এবং ভবানীপুর গুজরাতি এডুকেশন সোশ্যাইটির কবিতা দেশাই। অর্কদেব এবং কবিতার প্রাপ্ত নম্বর ৯৯.২৫ শতাংশ। সারা দেশে আইএসসি পরীক্ষায় তৃতীয় স্থান দখল করেছে এই দুই কৃতী।

শুক্রবার ফল ঘোষণা শুনেই উচ্ছ্বাসে ফেটে পড়ে এই কৃতীরা। বরাবরের শান্ত মেয়ে বলেই পরিচিত ঐন্দ্রিলার এই সাফল্যে ভীষণ খুশি স্কুল কর্তৃপক্ষ। স্কুলের অধ্যক্ষা জানান, ‘‘আমাদের ছাত্রছাত্রীরা প্রতিবারই স্থান অধিকার করে নেয়। এবারও তাই।’’ লা মার্টসের অর্ক অবশ্য প্রথমনে শুনে বিশ্বাসই করতে পারেননি। ‘‘ভাল ফলাফল আশা করেছিলাম নিশ্চয়ই, কিন্তু এভাবে রাজ্যে প্রথম স্থানে থাকবো ভবিনি।’’—বলেন অর্ক। আরও ভাল ফল হতে পারতো বলেই মনে করছেন অর্কর মা মন্দিরা বন্দ্যোপাধ্যায়। ‘‘আমি এবং অর্কর বাবা দু’জনেই ডাক্তার। অর্করও ইচ্ছা ডাক্তার হওয়ার। সেই মতোই এআইপিএমটির প্রস্তুতি নেবে ও।’’—বলেন মন্দিরাদেবী।

Advertisement

অনটনের মধ্যে পড়াশোনা চালিয়ে ৯৭.৫ শতাংশ নম্বর পেয়েছে মনসুর হাবিবুল্লাহ স্কুলের শাশ্বত সাহা।

আরও পড়ুন- ভূতের দাপট কমলো, ভোট দিল মানুষই

আইসিএসই (দশম শ্রেণি) পরীক্ষায় সারা দেশে পাশ করেছেন ৯৮.৫০ শতাংশ পরীক্ষার্থী। গত বছরের তুলনায় এবছর পাশের হার বেড়েছে ০.০১ শতাংশ। এবছর আইসিএসই-র মোট পরীক্ষার্থী ছিল ১ লক্ষ ৬৮ হাজার ৫৯১ জন। পশ্চিমবঙ্গে মোট পরীক্ষার্থী ৩১ হাজার ৪৮৬ জন। পশ্চিমবঙ্গে আইএসসি পরীক্ষায় পাশের শতাংশ ৯৮.০৫।

আইএসসি (দ্বাদশ শ্রেণি) ৯৬.৪৬ শতাংশ। গত বছরের তুলনায় এবছর পাশের হার বেড়েছে ০.১৮ শতাংশ। এবছর আইএসসি পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭২ হাজার ৬৯। পশ্চিমবঙ্গে পরীক্ষার্থীর সংখ্যা ২১ হাজার ৪৫১। এই রাজ্যে পাশ করেছেন ৯৫.৯৫ শতাংশ পড়ুয়া। তবে গত বছরের মতো এবছরও ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাশের হার অনেকটাই বেশি।

কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনের তরফে জানানো হয়েছে, দশম শ্রেণির অর্থাত্ আইসিএসই পরীক্ষার মার্কশিট এবং শংসাপত্র পাওয়া যাবে ১৪ মে থেকে। এবং দ্বাদশ শ্রেণি অর্থাত্ আইএসসি পরীক্ষার মার্কশিট এবং শংসাপত্র পাওয়া যাবে ১০ মে থেকে। পড়ুয়াদের নিজস্ব স্কুল থেকে এগুলি সংগ্রহ করে নিতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন