West Bengal News

পরীক্ষার হলে চলে এল ভুল প্রশ্নপত্র, ফের বিতর্কে কলকাতা বিশ্ববিদ্যালয়

কী ভাবে এমন সম্ভব হল, প্রশ্ন তোলেন পরীক্ষার্থীরা। বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে এই নিয়ে হইচই পড়ে যাওয়ায় তড়িঘড়ি পরীক্ষা বাতিল করে দেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৫ জুন ২০১৮ ১৫:৪২
Share:

প্রতীকী ছবি।

পরীক্ষার্থীদের ভুল প্রশ্নপত্র দেওয়া নিয়ে ফের বিতর্কের মুখে পড়ল কলকাতা বিশ্ববিদ্যালয়।

Advertisement

শুক্রবার বি.এ (পার্ট টু জেনারেল)-র জার্নালিজম ও মাস কমিউনিকেশনের দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল। এ দিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়। প্রশ্নপত্র হাতে পাওয়ার পরেই পরীক্ষার্থীরা হতভম্ব হয়ে যান। প্রশ্নপত্রের উপরে লেখা ‘দ্বিতীয় পত্র’। অথচ, যে সব প্রশ্ন তাতে দেওয়া হয়েছিল সেগুলো সবই তৃতীয় পত্রের! এমনই অভিযোগ তুলেছেন পরীক্ষার্থীরা। বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে যায়।

কী ভাবে এমন সম্ভব হল, প্রশ্ন তোলেন পরীক্ষার্থীরা। বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে এই নিয়ে হইচই পড়ে যাওয়ায় তড়িঘড়ি পরীক্ষা বাতিল করে দেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফের কবে এই পরীক্ষা হবে তা এখনও ঘোষণা করেননি কর্তৃপক্ষ। আগামী ২৭ জুন তৃতীয় পত্রের পরীক্ষা। তবে দ্বিতীয় পত্রের পরীক্ষা কবে হবে এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। ফলে পরীক্ষার্থীরা এখন অথৈ জলে। তৃতীয় পত্রের প্রশ্ন ‘ভুলবশত’ পরীক্ষার্থীদের হাতে চলে আসায় সেই পরীক্ষারই বা কী হবে, স্পষ্ট নয় তা-ও।

Advertisement

আরও পড়ুন: রক্ষাকবচে ভেজাল! তবু ছুটছে রেল

এই প্রথম নয়, এর আগেও প্রশ্ন বিভ্রাটের মুখে পড়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। ২০১৭-র ৫ জুন বাংলা অনার্স (পার্ট টু)-এর চতুর্থ পত্রের পরীক্ষায় তৃতীয় পত্রের প্রশ্ন হাতে পান ছাত্রছাত্রীরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তড়িঘড়ি ওই পত্রের পরীক্ষা বাতিল করে দেন। কেন এই বিভ্রাট, তা খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গড়া হয় রেজিস্ট্রার রাজাগোপাল ধরচক্রবর্তীর নেতৃত্বে। এই ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়ে এমন ঘটনা নজিরবিহীন বলে মন্তব্য করে সহ-উপাচার্য (শিক্ষা) স্বাগত সেন জানান, বিভ্রাট ঘটেছে বিশ্ববিদ্যালয়ের ছাপাখানাতেই। ছাপাখানার সুপারকে ডেকে পাঠিয়ে অবিলম্বে দোষীদের চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন উপাচার্য।

আরও পড়ুন: জমি অমিল, রক্ষী ঘাঁটি হোটেলেই!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন