বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য সুশান্ত দত্তগুপ্তের সময়ে নিয়োগ সংক্রান্ত অনিয়মের তদন্তে ফের শান্তিনিকেতনে এল সিবিআই। মঙ্গলবার নিয়োগ ও আর্থিক সংক্রান্ত নথি সংগ্রহ করেন তদন্তকারীরা। বিশ্বভারতীর যুগ্ম কর্মসচিব ও সহকারী কর্মসচিবকে জেরা করে সিবিআই। ভারপ্রাপ্ত উপাচার্য স্বপন দত্ত বলেন, “প্রথম দফায় এসে, কিছু নথির প্রয়োজনীয়তার কথা জানিয়ে তালিকা দিয়েছিল সিবিআই। মঙ্গলবার সব নথি তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে।”
শ্বেতকণ্টক: বকখালিতে দেশকল্যাণ চৌধুরীর তোলা ছবি।