State news

কাজ শুরু, ব্যাঙ্কের ভল্ট থেকে নারদ ফুটেজ হেফাজতে নিল সিবিআই

হাইকোর্টের নির্দেশ মতো দেরি না করে, পরের দিনই নারদ হুল কাণ্ডের তদন্তে তৎপর হল সিবিআই। নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যেই নারদ মামলার সমস্ত নথিপত্র, ফুটেজ নিজেদের হেফাজতে নিয়ে নিল এই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৭ ১৩:৫৫
Share:

প্রতীকী ছবি।

হাইকোর্টের নির্দেশ মতো দেরি না করে, পরের দিনই নারদ হুল কাণ্ডের তদন্তে তৎপর হল সিবিআই। নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যেই নারদ মামলার সমস্ত নথিপত্র, ফুটেজ নিজেদের হেফাজতে নিয়ে নিল এই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

Advertisement

শুক্রবার নারদ মামলার তদন্তের গুরুদায়িত্ব সিবিআই-এর হাতে তুলে দেয় কলকাতা হাইকোর্ট। ২৪ ঘণ্টার মধ্যে এই মামলা সংক্রান্ত সমস্ত নথি সিবিআইকে নিতে বলে। হাইকোর্টের সেই নির্দেশ মেনেই আজ, শনিবার বেলা ১০টা ৫৫ মিনিট নাগাদ সিবিআই অফিসার নগেন্দ্র প্রসাদের নেতৃত্বে আট জনের একটি দল স্ট্র্যান্ড রোডের সমৃদ্ধি ভবনে এসবিআইয়ের হেড অফিসে পৌঁছে যায়। এসবিআইয়ের এই অফিসের ভল্টেই নারদ মামলার সমস্ত ফুটেজ রাখা ছিল।

আরও পড়ুন: ছবি খাঁটি, তদন্তে সিবিআই, তৃণমূলে রক্তচাপ বাড়িয়ে এ বার নেমে এল নারদ-খাঁড়া

Advertisement

সিবিআই সূত্রে খবর, ব্যাঙ্কের ভল্ট থেকে ম্যাথুর ল্যাপটপ, ভিডিও ফুটেজ-সহ সমস্ত নথি ব্যাগে ভরে দু’টি গাড়িতে হাইকোর্টে রওনা দেন তাঁরা। কী কী নথি সিবিআই সংগ্রহ করেছে তার একটি হিসাব হাইকোর্টকে জানাতে হবে।

আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রাথমিক তদন্ত সম্পূর্ণ করতে তড়িঘ়ড়ি দিল্লি থেকে উড়িয়ে আনা হচ্ছে সিবিআইয়ের তিন অফিসারকে। আজ দুপুরেই তাঁরা কলকাতা পৌঁছবেন। ভিডিও ফুটেজ খতিয়ে দেখতে বিশেষ টিম গঠন করেছে সিবিআই। তদন্তের প্রক্রিয়া ঠিক করতে আজ দুপুরেই সিবিআইয়ের উচ্চপদস্থ অফিসাররা বিশেষ বৈঠকে বসছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement