RG Kar Financial Irregularity Case

শুধু ধর্ষণ ও খুনের তদন্তই নয়, আরজি করের আর্থিক দুর্নীতির তদন্তকারী সিবিআই কর্তাকেও এ বার পুলিশ পদক দিল কেন্দ্র

সোমবার সকালে দিল্লিতে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে কলকাতায় সিবিআইয়ের আর্থিক দুর্নীতিদমন শাখার কর্তা মণীশের হাতে পদক তুলে দিয়েছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সিবিআইয়ের আরও ৩০ জন আধিকারিককে সোমবার এই সম্মান প্রদান করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬ ১৩:৫১
Share:

পুলিশ পদক পেলেন সিবিআই কর্তা মণীশকুমার উপাধ্যায়। — ফাইল চিত্র।

পুলিশ পদক পেলেন আরজি কর কাণ্ডের তদন্তের দায়িত্বপ্রাপ্ত আর এক সিবিআই আধিকারিক!

Advertisement

আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের তদন্তকারী কর্তার পাশাপাশি এ বার আর্থিক দুর্নীতি মামলার তদন্তের দায়িত্বে থাকা আধিকারিক মণীশকুমার উপাধ্যায়কেও বিশেষ ভাবে সম্মানিত করল কেন্দ্র। সোমবার সকালে দিল্লিতে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে কলকাতায় সিবিআইয়ের আর্থিক দুর্নীতিদমন শাখার কর্তা মণীশের হাতে পদক তুলে দিয়েছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সিবিআইয়ে ২২ বছরের কর্মজীবনে আরজি কর দুর্নীতি মামলা ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ মামলার তদন্তে যুক্ত ছিলেন মণীশ।

সিবিআইয়ের আরও ৩০ জন আধিকারিককে সোমবার এই সম্মান প্রদান করা হয়েছে। রাষ্ট্রপতির বিশিষ্ট সেবা পদক পেয়েছেন সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর ভি চন্দ্রশেখর। আরজি করে ধর্ষণ-খুনের ঘটনায় সিবিআই তদন্তের তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন তিনি। আর আর্থিক দুর্নীতি মামলার তদন্তের দায়িত্ব পেয়েছিলেন ডিএসপি মণীশ। এ ছাড়াও, রাষ্ট্রপতির বিশিষ্ট সেবা পদক পেয়েছেন পুলিশ সুপার অমিত শ্রীবাস্তব, অতিরিক্ত পুলিশ সুপার মুকেশ শর্মা, সাব-ইনস্পেক্টর প্রমোদকুমার যাতি, সহকারী সাব-ইনস্পেক্টর চমন লাল এবং হেড কনস্টেবল রামু গোল্লা। সিবিআইয়ের ২৫ জন আধিকারিককে পুলিশ পদক দেওয়া হয়েছে ‘মেধাবী পরিষেবা’র জন্য। এই তালিকায় রয়েছেন ২০০৭ সালের ব্যাচের আইপিএস অফিসার সি বেঙ্কট সুব্বা রেড্ডি, তাঁর সহপাঠী সদানন্দ শাকারাও দাতে-সহ আরও অনেকে। ডেপুটি লিগ্যাল অ্যাডভাইজ়ার মনমোহন শর্মা, অতিরিক্ত পুলিশ সুপার বৈদ্যনাথ সামাল, কৈলাস সাহু, ডিএসপি রুবি চৌধুরী, আনমোল সচান, অরিজিৎ সিংহ-সহ আরও কয়েক জন আধিকারিককেও সম্মানিত করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement