পুরসভায় পৌঁছল সিবিআইয়ের চিঠি

বেহালার ৪৫৫ ডায়মন্ড হারবার রোডের একটি মাত্র ঠিকানায় সারদা গোষ্ঠীর ৪৩টি সংস্থার নামে লাইসেন্স দেওয়া হয়েছিল বলে অভিযোগ। কেন এমনটা হল, প্রশ্ন তুলেছে সিবিআই। এই ব্যাপারে তাদের চিঠি পুরসভার হাতে এল। বৃহস্পতিবার বারবেলায়। শুধু ডায়মন্ড হারবার রোডের ওই ঠিকানা নয়। শেক্সপিয়র সরণির একটি ঠিকানাতেও একাধিক ট্রেড লাইসেন্স দেওয়া হয়েছিল বলে অভিযোগ। সিবিআই সূত্রের খবর, কী ভাবে সারদা গোষ্ঠী এই লাইসেন্স পেয়েছিল, তা জানতে চেয়ে কলকাতা পুরসভাকে চিঠি দেওয়া হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ জুন ২০১৫ ০৩:৩৬
Share:

বেহালার ৪৫৫ ডায়মন্ড হারবার রোডের একটি মাত্র ঠিকানায় সারদা গোষ্ঠীর ৪৩টি সংস্থার নামে লাইসেন্স দেওয়া হয়েছিল বলে অভিযোগ। কেন এমনটা হল, প্রশ্ন তুলেছে সিবিআই। এই ব্যাপারে তাদের চিঠি পুরসভার হাতে এল। বৃহস্পতিবার বারবেলায়।

Advertisement

শুধু ডায়মন্ড হারবার রোডের ওই ঠিকানা নয়। শেক্সপিয়র সরণির একটি ঠিকানাতেও একাধিক ট্রেড লাইসেন্স দেওয়া হয়েছিল বলে অভিযোগ। সিবিআই সূত্রের খবর, কী ভাবে সারদা গোষ্ঠী এই লাইসেন্স পেয়েছিল, তা জানতে চেয়ে কলকাতা পুরসভাকে চিঠি দেওয়া হয়েছে।

গত ৮ জুনই সংবাদমাধ্যমকে ওই চিঠি দেখান কংগ্রেস কাউন্সিলর প্রকাশ উপাধ্যায়। তবে সে-দিন চিঠিটি পুরসভায় পৌঁছয়নি বলে জানিয়েছিলেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। কী ভাবে ওই চিঠি বাইরে প্রকাশ করা হল, সেই প্রশ্ন তুলে মেয়র বলেছিলেন, ‘‘ঘটনাটি রহস্যজনক এবং দুর্ভাগ্যের।’’

Advertisement

এ দিন মেয়রই পত্রপ্রাপ্তির কথা জানান। চিঠির খাম দেখিয়ে তিনি বলেন, ‘‘১১ জুন অর্থাৎ বৃহস্পতিবার চিঠিটি লাইসেন্স দফতরের চিফ ম্যানেজারের কাছে এসেছে। ওই চিঠিতে ১৫ জুনের মধ্যে যে-সব তথ্য জানাতে বলা হয়েছে, তা জানিয়ে দেওয়া হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন