মদনকে ফের জেরা করতে চেয়ে আদালতে সিবিআই

সারদা মামলায় ফের মদন মিত্রকে জেরা করতে চায় সিবিআই। সূত্রের খবর, শঙ্কুদেব পণ্ডাকে জেরা করে বেশ কয়েকটি নতুন তথ্য হাতে পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তকারী অফিসারেরা জানিয়েছেন, রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে জেলে গিয়েই জেরা করবেন তাঁরা। সে জন্য সোমবারই আলিপুর আদালতে আবেদন করা হবে বলে জানা গিয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০১৫ ১৩:১৪
Share:

—ফাইল চিত্র।

সারদা মামলায় ফের মদন মিত্রকে জেরা করতে চায় সিবিআই। সূত্রের খবর, শঙ্কুদেব পণ্ডাকে জেরা করে বেশ কয়েকটি নতুন তথ্য হাতে পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তকারী অফিসারেরা জানিয়েছেন, রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে জেলে গিয়েই জেরা করবেন তাঁরা। সে জন্য সোমবারই আলিপুর আদালতে আবেদন করা হবে বলে জানা গিয়েছে।

Advertisement

ইতিমধ্যেই মদনকে জেরার জন্য একটি প্রশ্নতালিকাও তৈরি করেছে সিবিআই। সেই তালিকার ভিত্তিতেই জেলবন্দি মদনকে জেরা করতে চায় তারা।

আরও পড়ুন: ডিসেম্বরেই ওড়িশায় নিয়ে যাওয়া হবে মদন মিত্রকে?

Advertisement

চলতি মাসের শুরুতেই সিবিআই জেরার মুখে পড়েছিলেন তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক শঙ্কুদেব। জেরার পর সিবিআইয়ের দাবি ছিল, সারদা ও রোজভ্যালির থেকে টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন তিনি। এবং তার একটি বড় অংশ দলের কাজেই খরচ করেছেন তিনি। শুধু তা-ই নয়, শঙ্কুর দাবি ছিল, দলীয় নেতাদের অনুমতি নিয়েই তিনি টাকা নিয়েছিলেন। যদিও সেই দাবির সত্যতা প্রমাণে শঙ্কুকে প্রয়োজনীয় তথ্য দিতে বলে সিবিআই। এর পরই অবশ্য তৃণমূলের সমস্ত পদ থেকে তাঁকে অপসারিত করা হয়। পাশাপাশি, তাঁকে তপসিয়ার তৃণমূল ভবন খালি করে সরে যাওয়ার নির্দেশও দেওয়া হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন