আজ অতিরিক্ত চার্জশিট, মূল নাম মাতঙ্গেরই

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মাতঙ্গ সিংহের বিরুদ্ধে আজ, শুক্রবার চার্জশিট পেশ করতে পারে সিবিআই। বৃহস্পতিবার ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে আলিপুর আদালতে এমনই ইঙ্গিত দেওয়া হয়েছে। সারদা রিয়েলটি মামলায় এ দফার ওই সাপ্লিমেন্টারি বা পরিপূরক চার্জশিটে মাতঙ্গই প্রধান নাম। তা ছাড়াও নাম থাকতে পারে অভিযুক্ত শিবনাথ দাসেরও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০১৫ ০৩:০৭
Share:

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মাতঙ্গ সিংহের বিরুদ্ধে আজ, শুক্রবার চার্জশিট পেশ করতে পারে সিবিআই। বৃহস্পতিবার ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে আলিপুর আদালতে এমনই ইঙ্গিত দেওয়া হয়েছে। সারদা রিয়েলটি মামলায় এ দফার ওই সাপ্লিমেন্টারি বা পরিপূরক চার্জশিটে মাতঙ্গই প্রধান নাম। তা ছাড়াও নাম থাকতে পারে অভিযুক্ত শিবনাথ দাসেরও।

Advertisement

এর আগে সারদা রিয়েলটি মামলায় গত ১৭ নভেম্বর মূল চার্জশিট পেশ করেছিল সিবিআই। সারদার কর্ণধার সুদীপ্ত সেন, অন্যতম ডিরেক্টর দেবযানী মুখোপাধ্যায়, ইস্টবেঙ্গল ক্লাবের কর্তা দেবব্রত (নিতু) সরকার, প্রাক্তন পুলিশকর্তা রজত মজুমদার, ব্যবসায়ী সন্ধির অগ্রবাল ও সজ্জন অগ্রবালের বিরুদ্ধে ওই চার্জশিট জমা দেওয়া হয়েছিল। পরিপূরক চার্জশিটে ক্রীড়া ও পরিবহণমন্ত্রী মদন মিত্র ছাড়াও তৃণমূলের প্রাক্তন সাংসদ সৃঞ্জয় বসু, কুণাল ঘোষ ও সারদার আইনি পরামশর্দাতা নরেশ বালোড়িয়ার নাম ছিল। নাম ছিল বেঙ্গল মিডিয়া, সংবাদ প্রতিদিন বৈদ্যুতিন সংবাদমাধ্যম ও স্ট্র্যাটেজি মিডিয়া— এই তিনটি সংস্থারও।

সারদা রিয়েলটি মামলার অন্যতম অভিযুক্ত মাতঙ্গের তরফে এ দিন অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট হারাধন মুখোপাধ্যায়ের আদালতে জামিনের আবেদন জানানো হয়। তাঁর আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় বলেন, তাঁর মক্কেল ৭৫ দিন হাজতে রয়েছেন। এই সময়ে জেলে গিয়ে সিবিআই তাঁকে জিজ্ঞাসাবাদ করেননি। তদন্তে সহযোগিতা করা হচ্ছে না বলেও সিবিআই-এর তরফে কোনও অভিযোগ করা হয়নি। যে-কোনও শর্তে মাতঙ্গকে জামিন দেওয়ার আবেদন জানান তাঁর আইনজীবী। জামিনের বিরোধিতা করে সিবিআই-এর আইনজীবী পার্থসারথি দত্ত বলেন, অভিযুক্তের বিরুদ্ধে ৯০ দিনের মধ্যেই চার্জশিট পেশ করা হচ্ছে। বিচারক জামিনের আবেদন খারিজ করে মাতঙ্গকে ২৯ এপ্রিল পর্যন্ত জেল-হাজতে রাখার নির্দেশ দেন।

Advertisement

মাতঙ্গকে অবশ্য এ দিন আদালতে হাজির করানো হয়নি। তিনি অসুস্থতা বলে জানিয়ে জেল-কর্তৃপক্ষ একটি রিপোর্ট পাঠান আদালতে। তাতে জানানো হয়, মাতঙ্গ এখন জেল হাসপাতালে রয়েছেন। তিনি এতটাই অসুস্থ যে, তাঁকে আগামী সাত দিনের মধ্যে আদালতে হাজির করানো সম্ভব নয়। অভিযুক্তের অন্য আইনজীবী সেলিম রহমান আদালতে জানান, এম আর বাঙুর হাসপাতালে তাঁর মক্কেলের চিকিৎসা চলায় আগের বারেও তাঁকে আদালতে হাজির করানো যায়নি। আইনজীবীর আর্জি, তাঁর মক্কেলের মেডিক্যাল রিপোর্ট আদালতে পেশ করা হোক। আদালত সেই আবেদন মঞ্জুর করে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন