মহিলা কামরায় নজর রেলের

রেলের আধিকারিকদের দাবি, হাই ডেফিনেশন (এইচডি) মানের সিসি ক্যামেরাগুলিতে রাতের ছবি স্পষ্ট উঠবে। ট্রেনে ওয়াইফাই প্রযুক্তি ব্যবহার করে ওই সিসি ক্যামেরার ছবি রেলের কন্ট্রোল রুম থেকে বসে পর্যবেক্ষণ করবেন নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকেরা।

Advertisement

ফিরোজ ইসলাম

কলকাতা শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৮ ০২:১৪
Share:

নজর: রেলের কামরায় সিসি ক্যামেরার পরীক্ষা। —নিজস্ব চিত্র।

রাতের ট্রেনে ঘটে যাওয়া একের পর এক অপরাধে লাগাম টানতে লোকাল ট্রেনের মহিলা কামরায় সিসি ক্যামেরা বসালো পূর্ব রেল। আপাতত তা পরীক্ষামূলক ভাবে শিয়ালদহ দক্ষিণ শাখার একটি লোকাল ট্রেনের মহিলা কামরায় বসানো হয়েছে। মহিলাযাত্রীদের নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত, জানাচ্ছেন রেলের আধিকারিকেরা।

Advertisement

রেলের পাইলট প্রকল্পের অংশ হিসেবে সোনারপুর কারশেডে একটি পুরনো ইএমইউ ট্রেনের দু’টি মহিলা কামরায় ছ’টি করে মোট ১২টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। আপাতত ওই ট্রেনটিকে শিয়ালদহ দক্ষিণ শাখার বিভিন্ন রুটে চালিয়ে পরখ করছেন রেলের কর্তারা। রেল সূত্রের খবর, পশ্চিম ভারতে একমাত্র মুম্বই শহরতলির ট্রেনে এমন ব্যবস্থা চালু রয়েছে। রেলের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরী হওয়া নতুন ইএম ইউ রেকগুলিতে সিসি ক্যামেরার সুবিধে রাখা হচ্ছে। মুম্বইয়ের পরে সোনারপুরেই প্রথম ই এম ইউ রেকের মহিলা কামরায় সিসি ক্যামেরা বসল।

রেলের আধিকারিকদের দাবি, হাই ডেফিনেশন (এইচডি) মানের সিসি ক্যামেরাগুলিতে রাতের ছবি স্পষ্ট উঠবে। ট্রেনে ওয়াইফাই প্রযুক্তি ব্যবহার করে ওই সিসি ক্যামেরার ছবি রেলের কন্ট্রোল রুম থেকে বসে পর্যবেক্ষণ করবেন নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকেরা। একটি সিসি ক্যামেরায় ১০ দিন পর্যন্ত ছবির রেকর্ড ধরে রাখা যাবে।

Advertisement

পূর্ব রেলের এক আধিকারিক জানান, আপাতত পরীক্ষামূলক
ভাবে ট্রেনটি চালিয়ে যাত্রীদের প্রতিক্রিয়ার পাশপাশি পরিস্থিতির উপরেও নজর রাখা হচ্ছে। নজরদারি চালানোর পাশাপাশি প্রযুক্তিগত সীমাবদ্ধতার দিকটিও নজরে রাখা হচ্ছে। প্রযুক্তিগত ত্রুটি সংশোধন করে ধাপে ধাপে সব লোকাল ট্রেনেই এই সুবিধে চালু করা হবে। তখন শিয়ালদহ উত্তর এবং মেন ছাড়াও হাওড়ার বিভিন্ন শাখায় ইএমইউ ট্রেনে ওই ব্যবস্থা চালু করা হবে বলে জানাচ্ছেন এক রেলকর্তা।

পূর্ব রেল সূত্রের খবর, শিয়ালদহ থেকে যে সব রুটে ট্রেন চলে, তার মধ্যে দক্ষিণ শাখার ট্রেনে অপরাধের সংখ্যা তুলনায় বেশি। প্রায়ই মহিলা কামরায় চুরি, ছিনতাই বা শ্লীলতাহানির অভিযোগ শোনা যায়। এ সব ঘটনায় অপরাধীর দ্রুত কিনারা পাওয়াও সম্ভব হয় না। রেলের মতে, সিসি ক্যামেরার চালু হলে দ্রুত অপরাধীর হদিস মিলবে, ট্রেন সফরে মহিলাদের আস্থা বাড়বে। কর্তাদের মতে, সে ক্ষেত্রে ট্রেনে ওয়াইফাই জরুরি। প্রতি ট্রেনে তা চালুর পরিকল্পনা রয়েছে।

পূর্ব রেলের মুখ্য জসংযোগ আধিকারিক রবি মহাপাত্র বলেন, “সোনারপুর কারশেড থেকে সিসি ক্যামেরা বসানো ট্রেন মাস খানেক ধরে চালু হয়েছে। আমরা এখন ওই ট্রেনটিকে পরীক্ষামুলক ভাবে চালাচ্ছি। কী ধরনের প্রতিকূলতার মুখে পড়তে হতে পারে তা-ও নজরে রাখা হচ্ছে। সব ট্রেনগুলিতে প্রযুক্তিগত প্রক্রিয়া পুরো চালু হলে ধাপে ধাপে সিসি ক্যামেরা বসানো হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন