sainthia

সাঁইথিয়া বোমা বিস্ফোরণের তদন্ত এনআইএ করবে কি না, কেন্দ্র সিদ্ধান্ত নিক, বলল হাই কোর্ট

গত সোমবার বিকেলে দুই গোষ্ঠীর বোমাবাজিতে তেতে উঠেছিল সাঁইথিয়া থানার বহড়াপুর গ্রাম। বোমার ঘায়ে সাদ্দাম হোসেন নামে এক যুবকের ডান পা এবং হাত উড়ে গিয়েছে। আহত হয়েছে ১৪ বছরের বালক মুজফ্ফরও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২২ ১২:২৭
Share:

সাঁইথিয়ায় বোমা বিস্ফোরণ-কাণ্ডের তদন্ত কি এনআইএ করব? কেন্দ্রকে সিদ্ধান্ত নিতে বলল কলকাতা হাই কোর্ট। নিজস্ব ছবি।

বীরভূমের সাঁইথিয়ায় বোমা বিস্ফোরণ-কাণ্ডের তদন্তভার এনআইএ-কে দেওয়া হবে কি না, সে ব্যাপারের কেন্দ্রীয় সরকারই সিদ্ধান্ত নেবে। জনস্বার্থ মামলার প্রেক্ষিতে সোমবার এই নির্দেশ দিল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ।

Advertisement

গত সোমবার বিকেলে দুই গোষ্ঠীর বোমাবাজিতে তেতে উঠেছিল সাঁইথিয়া থানার বহড়াপুর গ্রাম। বোমার ঘায়ে সাদ্দাম হোসেন নামে এক যুবকের ডান পা এবং হাত উড়ে গিয়েছে। আহত হয়েছে ১৪ বছরের বালক মুজফ্ফরও। ওই ঘটনায় এনআইএ তদন্তের আবেদন করে উচ্চ আদালতে জনস্বার্থ মামলা করেন অনিন্দ্যসুন্দর দাস নামে এক আইনজীবী। সেই মামলায় ডিভিশন বেঞ্চ জানায়, তদন্তভার এনআইএ-র হাতে তুলে দেওয়া হবে কি না, সেই সংক্রান্ত সিদ্ধান্ত কেন্দ্রই নেবে। রাজ্য সরকারের পক্ষ থেকেও আদালতে জানানো হয়, সংশ্লিষ্ট থানার ওসি ইতিমধ্যে ঘটনার রিপোর্ট পাঠিয়েছেন। সেই রিপোর্ট কেন্দ্রকে পাঠানো হবে।

সাঁইথিয়ার ঘটনায় গ্রামবাসীদের একাংশের দাবি, ঘটনার মূলে রয়েছে এলাকা দখলকে ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। যদিও জেলা সভাপতি বিকাশ রায়চৌধুরী, দলের শৃঙ্খলা কমিটির প্রধান অভিজিৎ সিংহের আবার বক্তব্য, “গ্রাম্য বিবাদের কারণেই ওই ঘটনা ঘটেছে। গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার থাকলে দলগত ব্যবস্থা নেওয়া হবে।”

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন