সৌর ও বায়ু বিদ্যুৎ শিল্পে লগ্নি করবে সিইএসসি

সৌর ও বায়ু বিদ্যুৎ শিল্পে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা লগ্নি করতে চলেছে সিইএসসি। আগামী দেড় বছরের মধ্যে এই বিপুল টাকা লগ্নি করে সিইএসসি তাদের অপ্রচলিত ক্ষেত্রে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৫০০ মেগাওয়াটে নিয়ে যাবে। শুক্রবার সংস্থার চেয়ারম্যান সঞ্জীব গোয়েন্কা এই খবর জানিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৫ ১৬:০৮
Share:

সৌর ও বায়ু বিদ্যুৎ শিল্পে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা লগ্নি করতে চলেছে সিইএসসি। আগামী দেড় বছরের মধ্যে এই বিপুল টাকা লগ্নি করে সিইএসসি তাদের অপ্রচলিত ক্ষেত্রে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৫০০ মেগাওয়াটে নিয়ে যাবে। শুক্রবার সংস্থার চেয়ারম্যান সঞ্জীব গোয়েন্কা এই খবর জানিয়েছেন। তিনি বলেন, ‘‘অচিরাচরিত ক্ষেত্রে সিইএসসি এখন ৭৫ মেগাওয়াটের মতো বিদ্যুৎ উৎপাদন করে। সেই ক্ষমতাই আগামী দিনে বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। নতুন সৌর ও বায়ু বিদ্যুৎ প্রকল্পগুলি রাজস্থান, গুজরাত, মধ্যপ্রদেশ ও তামিলনাড়ুতে গড়ে উঠবে।’’

Advertisement

অবশেষে সিইএসসি-র আর এক সহযোগী সংস্থা স্পেনসার্স না লাভ, না ক্ষতির মুখে এসে দাঁড়িয়েছে। দেশের খুচরো পণ্য শিল্পে স্পেনসার্স এখন অন্যতম শক্তিশালী ব্র্যান্ড বলে সিইএসসি এ দিন দাবি করেছে। প্রতি বর্গফুটে স্পেনসার্স-এ এখন পণ্য বিক্রি হয় ১,৪৭০ টাকা। যা অন্য খুচরো শিল্প সংস্থার কাছে বেশ ঈর্ষণীয় বলেই দাবি করা হচ্ছে। সঞ্জীব গোয়েন্কা এ দিন জানিয়েছেন, খুচরো ব্যবসায় তাঁরা এখন উত্তর, পূর্ব ও দক্ষিণাঞ্চলের রাজ্যগুলির দিকেই নজর রেখেছেন। পশ্চিমের রাজ্যগুলিতে তাঁরা স্পেনসার্স-এর ব্যবসা বাড়াতে বিশেষ আগ্রহী নন। কারণ ওই রাজ্যগুলিতে খুচরো পণ্য ব্যবসা চালানো বেশ খরচ সাপেক্ষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন