AITC

TMC: মহিলা তৃণমূলের রাজ্য কমিটি ঘোষণা করলেন চন্দ্রিমা ভট্টাচার্য

সাংগঠনিক সম্পাদক করা হয়েছেমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ তথা ৭৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায়কে। তাঁর সঙ্গে ওই পদ পেয়েছেন সাঁকরাইলের বিধায়ক প্রিয়া পাল-সহ চারজন। সম্পাদক পদ পেয়েছেন ১২ জন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২২ ২০:০০
Share:

মহিলা তৃণমূলের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ফাইল চিত্র

মহিলা তৃণমূল কংগ্রেসের নতুন রাজ্য কমিটির সদস্যদের নাম ঘোষণা করলেন সংগঠনের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মহিলা তৃণমূলের কার্যকরী সভানেত্রী হলেন মালা রায়।

Advertisement

সংগঠনের সহ-সভাপতি করা হয়েছে ১২ জনকে। এঁদের মধ্যে আছেনবিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, দুই প্রাক্তন বিধায়ক মালা সাহা ও স্মিতা বক্সী। সাধারণ সম্পাদক পদ দেওয়া হয়েছে ১৪ জনকে। কলকাতা পুরসভার কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়, জুঁই বিশ্বাস, পারমিতা চট্টোপাধ্যায়কে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সাংগঠনিক সম্পাদক করা হয়েছেমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ তথা ৭৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায়কে। তাঁর সঙ্গে ওই পদ পেয়েছেন সাঁকরাইলের বিধায়ক প্রিয়া পাল-সহ চারজন। সম্পাদক পদ পেয়েছেন ১২ জন।

Advertisement

সোমবার তৃণমূল ভবনে আয়োজিত সাংবাদিক বৈঠকে ৪৪ জনের রাজ্য কমিটির পাশাপাশি, জেলা সভানেত্রীদের নামও জানিয়েছেন চন্দ্রিমা।

আগামী ৫ মে থেকে রাজ্য জুড়ে শুরু হওয়ার কথা ‘দিদিকে বলো’রদ্বিতীয় দফা। তৃণমূল নেতা-নেত্রীরাই এই কর্মসূচি পালনের দায়িত্ব থাকবেন। চন্দ্রিমা জানিয়েছেন, আগামী সপ্তাহে মহিলা তৃণমূলের রাজ্য কমিটির বৈঠকে ডাকা হতে পারে। ৫ মে থেকে যে জনসংযোগ কর্মসূচি হবে তার রূপরেখা নিয়ে আলোচনা হতে পারে ওই বৈঠকে। তারপর সভানেত্রী হিসেবে রাজ্যের বিভিন্ন জেলায় সফরে যাবেন রাজ্যে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন